মনে দুঃখ নিয়েই অবসর নিলেন এই KKR তারকা বোলার। দেখুন বিস্তারিত

কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেন কলকাতা নাইট রাইডার্স এর এই ইংল্যান্ড ফাস্ট বোলার। হ্যারি গার্নি গত দু-বছর হলো KKR দলের সদস্য ছিলেন, ২০২০ সালে কাধেঁর চোটের কারণে তিনি আইপিএলে খেলতে পারেনি। এছাড়া ইংল্যান্ডের সংঘটিত হওয়া টি-টোয়েন্টি লিগও হাতছাড়া হয় তার। কাধেঁর চোট সারিয়ে ওঠার সময়ই ভেঙে পড়েন এই ইংল্যান্ড ফাস্ট বোলার। শেষ পর্যন্ত ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন হ্যারি গার্নি। অবসর নেওয়ার পর kkr এর তরফ থেকে শুভেচ্ছা জানানো হয় হ্যারি গার্নি কে।

KKR অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে হ্যারি গার্নি বলেছেন, “আমি যখন প্রথম ১০ বছর বয়সে একটি ক্রিকেট বল হতে তুলেছিলাম তখন থেকে আমি পুরোপুরি আবেগগ্রস্থ হয়ে পড়েছিলাম। ২৪ বছর ধরে ক্রিকেট আমার জীবন এবং আমাকে একটি অবিশ্বাস্য যাত্রায় নিয়ে গেছে, যা আমি চিরকাল মনে রাখব।”

“ইংল্যান্ডের হয়ে খেলা, আইপিএল এবং বিগ ব্যাশ, CPL সহ দেশ-বিদেশে আটটি ট্রফি জেতা আমার স্বপ্নকে ছাড়িয়ে গেছে।”

Twitter source- @KKRiders

আরো পড়ুন- টেস্ট ক্রিকেট খেলতে চায়না ভুবনেশ্বর কুমার?- জবাব দিলেন তিনি নিজে

একটি ইন্টারভিউ তে এই ইংল্যান্ড ফাস্ট বোলার বলেছিলেন, “৭০ হাজার মানুষের সামনে ইডেন গার্ডেনে খেলা আমার কাছে সবচেয়ে অবিশ্বাস্য ক্রিকেটিও জীবনের অভিজ্ঞতা ছিল। আমার ধারণা, আইপিএল যেটা আলাদা করে তা হ’ল ভারতে খেলার প্রতি আবেগ এবং ভালবাসা। আমি এর অভিজ্ঞতা অর্জন করার জন্য সত্যই ভাগ্যবান বোধ করি।”

২০১৪ সালে ইংল্যান্ডের হয়ে জাতীয় দলে অভিষেক হয় হ্যারি গার্নির। যদিও সেই বছরই শেষবারের মতো ইংল্যান্ড জার্সি গায়ে খেলেন এই ফাস্ট বোলার। ১০ টি একদিনের ম্যাচ ও ২ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি ইংল্যান্ডের হয়।

মন্তব্য করুন