নিউজিল্যান্ডের এই স্পিনার অধিনায়কত্ব করবেন ভারতের বিরুদ্ধে

নিউজিল্যান্ডের এই স্পিনার অধিনায়কত্ব করবেন ভারতের বিরুদ্ধে

ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজ ২০২৩: বর্তমানে শ্রীলঙ্কা সিরিজের পরে ভারতের মাটিতে আসবে নিউজিল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। নিউজিল্যান্ডের ওডিআই দল ঘোষণা হয়ে গিয়েছিল পূর্বেই সম্প্রতি তারা তাদের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করল।

এবার নিউজিল্যান্ডের টি টোয়েন্টি সিরিজের দলে অধিনায়কত্ব করবেন মিচেল স্যান্টনার। প্রথমবার তিনি অধিনায়কত্ব করত করবেন ভারতের বিপক্ষে। ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল,
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেন ক্লিভার, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, বেন লিস্টার, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মাইকেল রিপন, হেনরি শিপলি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।

আরো পড়ুন- ভারত বনাম নিউজিল্যান্ড টি টোয়েন্টি ও ওডিআই সিরিজ ২০২৩: schedule

নিউজিল্যান্ডের কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটার কাইল জেমিসন, ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে এবং বেন সিয়ার্স এর ইনজুরির কারণে তারা ভারতে চলা এই সিরিজ থেকে বাদ পড়েছেন। এছাড়া কেন উইলিয়ামসন ও টিম সাউদি এবার ভারতে আসছে না তাদেরকে বিশ্রাম দেওয়া হয়েছে।

ভারত নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজ ২০২৩

  • প্রথম ম্যাচ- ২৭ জানুয়ারি, রাচী
  • দ্বিতীয় ম্যাচ- ২৯ জানুয়ারি, লক্ষ্নৌ
  • তৃতীয় ম্যাচ- ১ ফেব্রুয়ারি, আমেদাবাদ
Previous articleভারত শ্রীলংকা দ্বিতীয় একদিনের ম্যাচ 2023- Highlights
Next articleJems Webb Space Telescope: পৃথিবীর সাথে হুবহু মিল, নতুন এক্সোপ্ল্যানেট খুঁজে পেল জেমস ওয়েব
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply