নির্বাসিত হলেন ৩ শ্রীলঙ্কান ক্রিকেটার, ফেরানো হচ্ছে দেশে

গুরুত্বপূর্ণ অভিযোগে ৩ শ্রীলঙ্কান ক্রিকেটার কে ইংল্যান্ড থেকে শ্রীলঙ্কায় ফেরানো হচ্ছে। বর্তমানে ইংল্যান্ডে সীমিত ওভারের ক্রিকেট খেলতে গেছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, যেখানে ৩-০ ব্যবধানে ইংল্যান্ড সিরিজ জয়লাভ করেছে। কিন্তু এরই মধ্যে গুরুতর অভিযোগ উঠল শ্রীলঙ্কান ক্রিকেটার কুশল মেন্ডিস, নিরোশন ডিকওয়েলা ও ধনুষ্কা গুণতিলকার উপর।

ইংল্যান্ডে জৈব সুরক্ষা বলয় ভাঙ্গার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। সংবাদ মাধ্যম সূত্রে খবর জৈব সুরক্ষা বলয় ভেঙে রাত্রিবেলায় ধুমপান করতে দেখা গেছে এই তিন ক্রিকেটার কে। প্রকাশ্যে রাস্তায় সেই সময় তাদের মুখে কোন মাক্স ছিল না। এই খবর প্রকাশ্যে আসতেই তিনজন ক্রিকেটার কে নির্বাসিত করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এবং তাদের দেশে ফেরানো হচ্ছে। এই ক্রিকেটারদের উপর তদন্ত চলবে এবং তারা যদি দোষী প্রমাণিত হয় তবে কঠোর শাস্তির মুখে পড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

আরো পড়ুন- রোহিতকে অধিনায়ক করার প্রবল দাবি উঠল ক্রিকেটমহলে

সোশ্যাল মিডিয়ায় এই ৩ জন ক্রিকেটারের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে এই ঘটনা ধরা পড়ে। প্রসঙ্গত এই অতিমারীর সময় প্রত্যেকটি ক্রিকেট সিরিজ জৈব সুরক্ষার মধ্যে সংঘটিত হচ্ছে। ফলে এই সুরক্ষা বলয় যদি কেউ ভাঙ্গে সেখানেই তিনি অপরাধের যোগ্য। শ্রীলঙ্কান ক্রিকেট যথেষ্ট কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের বেতন নিয়ে সমস্যা চলছে শ্রীলঙ্কান ক্রিকেটারদের। এই ঘটনা বোর্ডের ওপর আরো চাপ সৃষ্টি করবে।

এরমধ্যেই ভারতীয় দল শ্রীলঙ্কা পৌছলো ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে। ১৩ জুলাই শুরু হচ্ছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ও ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার মাটিতে।

“নির্বাসিত হলেন ৩ শ্রীলঙ্কান ক্রিকেটার, ফেরানো হচ্ছে দেশে”-এ 1-টি মন্তব্য

Leave a Reply