সূর্যের নতুন স্তরের আবিস্কার করলেন দুই ভারতীয় বিজ্ঞানী

মহাকাশ নিয়ে গবেষণায় বিজ্ঞানীদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু সূর্য। সূর্যকে নিয়ে গবেষণা চলে আসছে অনেক যুগ ধরেই। আর এই ধরনের গবেষণার পেছনে যথেষ্ট কারণও আছে। জ্যোতির্বিজ্ঞানীরা দেখেছেন প্রতি মুহূর্তেই সূর্যে ঘটে চলেছে বিভিন্ন পরিবর্তন। আর যে পরিবর্তনগুলোর কারণে পৃথিবীতে এর প্রভাব পড়ছে অনেকটাই। সূর্যের পরিবর্তনের কারণে পৃথিবীতে কতটা প্রভাব পড়ছে এবং সেই প্রভাব কতটা মারাত্মক সেই নিয়েও গবেষণা করে চলেছেন বিজ্ঞানীরা।

সম্প্রতি ভারতের দুইজন জ্যোতির্বিজ্ঞানী সূর্যকে নিয়ে গবেষণা শুরু করেছিলেন। তাদের গবেষণার মূল উদ্দেশ্য ছিলো সূর্যের অন্তর্বর্তী ঘূর্ণন। তারা এই গবেষণায় সাহায্য নিয়েছিলেন শব্দতরঙ্গ বা সাউন্ড ওয়েভের। বলাবাহুল্য ভারতীয় এই দুই বিজ্ঞানীর হাতে সফলতা এসেছে সম্প্রতি। ভারতের এই দুই গবেষক সূর্যের intriguing layer এর অস্তিত্ব আবিষ্কার করেছে। বিজ্ঞানীরা যে শব্দ তরঙ্গ ব্যবহার করে সূর্যের অভ্যন্তরে নতুন এই আস্তরণের আবিষ্কার করেছেন তাকে বলা হয় Helioseismology। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন সূর্যের অভ্যন্তরে এই লেয়ারে সূর্যের রোটেশন প্রোফাইলের পরিবর্তন ঘটে। যার থেকে প্রমাণিত হয়েছে যে সূর্যের বিষুবরেখা মরু অঞ্চলের তুলনায় দ্রুত গতিতে ঘোরে। জানা গিয়েছে এই লেয়ার বা স্তরকে বলা হয় Near-Surface Shear Layer (NSSL)

আরো পড়ুন-মঙ্গলগ্রহের সবচেয়ে কাছের এবং বৃহত্তম ‘Natural Satellite’ ধরা পড়ল নাসার ক্যামেরায়

সূর্যের নতুন আস্তরণের আবিষ্কারক দুজন ভারতীয় বিজ্ঞানী। ভারতের অন্যতম আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউট অফ অবসেরভেশনাল সাইন্স (ARIES) এর গবেষক বিভূতি কুমার ঝা এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইন্স (বেঙ্গালুরু) এর প্রফেসর অর্ণব রায় চৌধুরী সূর্যের নতুন এই লেয়ার আবিষ্কার করেছেন। ভারতীয় এই দুইজন গবেষক জানিয়েছেন সূর্যের ভিতরে যে নতুন আস্তরণের খোঁজ পাওয়া গিয়েছে তা এক বা অর্ধশতাব্দী আগে তৈরি হয়েছিল। এই আস্তরণের এত দিন টিকে থাকার কারণ মূলত থার্মাল উইন্ড ব্যলেন্স ইকুয়েশন। আর এই কারণেই সূর্যের মেরু অঞ্চল এবং বিষুবরেখা অঞ্চলের মধ্যে তাপমাত্রা সামান্য তফাতটা চোখে পড়ে। একে বলা হয় থার্মাল উইন্ড। এই আচরণের কারণেই সোলার ডিফারেন্সিয়েশন এবং সেন্ট্রিফিউগাল ফোর্স এর মাধ্যমে সামঞ্জস্য বজায় থাকে। বিজ্ঞানীদের ধারণা এই ধরনের অবস্থা কেবলমাত্র সূর্যের অভ্যন্তরে সৃষ্টি হতে পারে। তবে ভারতীয় দুই গবেষক জানান সারফেসের কাছেও এমনটা ঘটার সম্ভাবনা রয়েছে।

“সূর্যের নতুন স্তরের আবিস্কার করলেন দুই ভারতীয় বিজ্ঞানী”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন