Vi নেটওয়ার্ক এর মালিকানা এখন ভারত সরকারের হতে! বিস্তারিত দেখুন

Vi নেটওয়ার্ক এর মালিকানা এখন ভারত সরকারের হতে! বিস্তারিত দেখুন

Vi নেটওয়ার্ক: Vi নেটওয়ার্ক বা ভোডাফোন-আইডিয়া কোম্পানির মালিকানা এখন ভারতের কেন্দ্রীয় সরকারের হাতে? শুনলে অবাক হবেন না এটাই সত্যি। কিন্তু কিভাবে একটি প্রাইভেট মোবাইল নেটওয়ার্ক কোম্পানির মালিকানা চলে যেতে পারে কেন্দ্রীয় সরকারের হাতে।

আমরা সবাই জানি ২০২০ সালের ১ সেপ্টেম্বর ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে ভারতের সমস্ত মোবাইল নেটওয়ার্ক কোম্পানি গুলিকে তাদের বিশাল অংকের ট্যাক্স বা adjusted gross revenue (AGR) পরিশোধের জন্য ৪ বছরে সময়সীমা বেঁধে দেয়। কিন্তু এই চার বছর ধরে নেটওয়ার্ক কোম্পানিগুলিকে মোট ট্যাক্স বা রাজস্বের সুদ দিতে হবে বলেও জানানো হয়। যার কারণে হঠাৎ করেই সমস্ত কোম্পানি গুলো তাদের রিচার্জের প্লান বৃদ্ধি করে।

এরপর ২০২১ সালে ভারত সরকার কোম্পানী গুলির উপর থেকে এই বিশাল অংকের সুদের বোঝা সরিয়ে ফেলার জন্য একটি নতুন নীতি গ্রহণ করে, যার নাম “interest-to-equity scheme“।

কি এই interest-to-equity নীতি?

equity নীতি হলো এমন একটি রাস্তা কোম্পানী গুলির জন্য, যেখানে যদি কোন কোম্পানি মনে করে এই সুদ এর বদলে কোম্পানি তাদের শেয়ার সরকারের হাতে তুলে দেবে, তারা সেটাও করতে পারে। অর্থাৎ এটি একটি Non cash transaction, যেখানে সুদের বদলে কোম্পানি তাদের মালিকানা সরকারের হাতে দেবে এবং ভোডাফোন-আইডিয়া সেটাই করেছে।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম অনুসারে Vi কোম্পানি সুদের পরিমাণ ছিল প্রায় ১৬,০০০ কোটি টাকা। Vi কোম্পানি সরকারের এই নীতি গ্রহণ করার ফলে বর্তমানে এই কোম্পানির ৩৫.৮% মালিকানা এখন ভারত সরকারের হাতে।

Vi কোম্পানির মালিকানা শতাংশ

ভারত সরকার- ৩৫.৮%
ভোডাফোন- ২৮.৫%
আদিত্য বিড়লা গ্রুপ- ১৭.৮০%
অন্যান্য অংশীদার- ১৭.৯০%

আরো পড়ুন- সবচেয়ে কম দামি ভারতীয় স্কুটার। লাগবেনা ব্যাটারি, দিতে হবে না চার্জ

বর্তমানে Vi নেটওয়ার্ক কোম্পানির এককভাবে সবচেয়ে বেশি অংশীদারিত্ব রয়েছে ভারত সরকারের হাতে। তবে কি Vi ভবিষ্যতে সরকারি কোম্পানিতে পরিণত হবে? এই সম্ভাবনা বর্তমানে নেই বললেই চলে। কারণ Vi ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নেওয়ার পরই ভারত সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা কোম্পানির বোর্ডের কোনো পদে অংশ নেবে না বা কাউকে নিয়োগ করবে না।

দীর্ঘদিন ধরেই ভারতের এই নেটওয়ার্ক কোম্পানির বাজার দর নিচে নামতে থাকে, জিও ও এয়ারটেল এর প্রভাবে গ্রাহক সংখ্যা হারাতে থাকে Vi। বিশেষজ্ঞদের মতে কোম্পানির এই সিদ্ধান্ত Vi কে নতুনভাবে শুরু করার অক্সিজেন দেবে। মাথার উপর থেকে ঋণের বোঝা হালকা হওয়ায় নতুনভাবে তারা সারা বিশ্বে বিনিয়োগ টানতে সক্ষম হবে।

Previous articleপুষ্পা সিনেমার লুক নকল করলেন রবীন্দ্র জাদেজা, দেখুন সেই ছবি
Next articleটেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন বিরাট কোহলি, কি বললেন তিনি
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply