আপনার Whatsapp ডিপি কি কে দেখেছে জানতে চান? জানুন এই সহজ উপায়

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হিসেবে বর্তমানে সবথেকে জনপ্রিয় অ্যাপ্লিকেশনটি হল হোয়াটস্যাপ। আর এখন এটি শুধু মেসেজিং অ্যাপ এর মধ্যে সীমাবদ্ধ নেই। নিজের পছন্দের স্টেটাস, ছবি শেয়ার; সবমিলিয়ে এটি এখন সোশ্যাল মিডিয়ার একটি অংশ।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা প্রায় প্রত্যেকেই তাদের প্রোফাইলে একটি নিজস্ব ছবি ব্যবহার করে থাকেন, যাকে আমরা ডিপি বলে থাকি। তবে আপনার এই ডিসপ্লে পিকচারটা প্রোফাইলে যুক্ত করার পরে সেটি খুলে দেখেছে সেটা আপনার পক্ষে জানতে পারা সম্ভব নয়। হোয়াটসঅ্যাপে তরফ থেকে এমন কোন ফিচার না থাকলেও সেটা জানতে পারাটা অসম্ভব নয়। কিন্তু কিভাবে সম্ভব সেটা কি জানেন?

আরো পড়ুন-আপনার whatsapp অ্যাকাউন্ট প্রতারনা হওয়া থেকে বাঁচবেন কিভাবে? দেখুন বিস্তারিত

হোয়াটসঅ্যাপে যখন আপনি স্ট্যাটাস আপলোড করেন তখন সেটি কি কে দেখলো তা আপনি দেখতে পারেন সহজেই। তবে আপনার ডিপি টি কে কে দেখেছে সেই ফিচারটি অ্যাপ্লিকেশনটিতে উপলব্ধ নেই।

তবে আপনি যদি চান তাহলে আপনার জন্য রয়েছে খুবই সহজ একটি উপায়। কিভাবে দেখবেন তা নিচে বিস্তারিত দেওয়া হল।

এর জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, যে অ্যাপটির নাম WhatsApp- Who Viewed Me। এই অ্যাপ ব্যবহার করে খুব সহজেই দেখতে পাবেন কে কে আপনার ডিপি দেখেছেন।

“আপনার Whatsapp ডিপি কি কে দেখেছে জানতে চান? জানুন এই সহজ উপায়”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন