ভেঙ্কটেশ আইয়ারের ১০০ দেখুন সেই হাইলাইটস ভিডিও

ভেঙ্কটেশ আইয়ারের ১০০ দেখুন সেই হাইলাইটস ভিডিও

ভেঙ্কটেশ আইয়ারের ১০০: আইপিএলের ২২ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ও কলকাতা। রবিবারের এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা তাদের ওপেনার ব্যাটসম্যান জাগাদিসান আউট হয় শূন্য রানে। এরপর ব্যাটিং করতে আসে ভেঙ্কটেশ আইয়ার, ৫১ বলে ১০৪ জানের ইনিংস খেলেন তিনি। যে ইনিংসে ভেঙ্কটেশ ৯ টি ছয় ও ৪ টি চার মারেন। এই পিনিসের সম্পূর্ণ হাইলাইট ভিডিও আপনারা নিচের লিঙ্ক থেকে দেখতে পারবেন।

ভেঙ্কটেশ আইয়ার এর দুর্দান্ত শতরানের পরও কলকাতাকে হাড়ের সম্মুখীন হতে হয়। আজ উইকেটের ম্যাচটি জয়লাভ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স যদিও ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার তাকে দেওয়া হয়েছে। এই ম্যাচে প্রথমে কলকাতা ২০ ওভারে ১৮৫ রান করে ৬ উইকেট হারিয়ে। ভেঙ্কটেশ আইয়ার ছাড়া কলকাতার অন্য কোন ব্যাটসম্যান ৩০ রানের গণ্ডি পার করতে পারেনি। যে কারণে KKR বড় রান করতে ব্যর্থ হয়, মুম্বাই ইন্ডিয়ান্স রান চেজ করতে নেমে ওপেনার রোহিত শর্মা ও ঈশান কিশান ভালো শুরু করেন, ৬৫ প্রাণের পার্টনারশিপ তৈরি হয় তাদের মধ্যে।

আরো পড়ুন- আইপিএলের সম্পূর্ণ সময়সূচি ২০২৩, Tata IPL time table 2023 in bengali

এই ম্যাচে মুম্বাইয়ের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সূর্য কুমার যাদব গুরুত্বপূর্ণ ২৫ বলে ৪৩ রান করে। তার রান কয়টা নেবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ এ বছর আইপিএলের তিনি এখনো পর্যন্ত ফর্মে ছিলেন না। এছাড়া তিলক বর্মা ও টিম ডেভিড এর ঝড়ো ইনিংসের ফলে মুম্বাই ১৭ ওভার ৪ বলে, ৫ উইকেট হারিয়ে ম্যাচটি জিতে যায়।

ভেঙ্কটেশ আইয়ারের সেঞ্চুরি ভিডিও দেখুন

Previous articleফ্রী ফায়ার রিডিম কোড আজকে 2023 – free fire redeem code today in bengali
Next articleChengiz Movie Jeet: বাঙালি সুপারস্টার জিৎ-এর মুভি ‘চেঙ্গিজ’ সম্পর্কে বিস্তারিত তথ্য
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply