আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক অনলাইন ওয়েস্ট বেঙ্গল

আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক অনলাইন: নির্বাচনী বিল ২০২১ সাল অনুযায়ী আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক করতে হবে ভারতের প্রত্যেক নাগরিক কে। তবে এই লিংক প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়নি এখনো পর্যন্ত, ভোটার কার্ড আধার কার্ড লিংক করার শেষ তারিখ ছিল ১ এপ্রিল ২০২৩। তবে এই শেষ তারিখ বাড়িয়ে ৩১ শে মার্চ ২০২৪ সাল পর্যন্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের মতে এই লিংক প্রক্রিয়ার মাধ্যমে ভারতের প্রত্যেকটি নির্বাচনী এলাকায় ভোটারদের সনাক্তকরণ করা যাবে। প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক প্রক্রিয়া বর্তমানে চলছে, যারা এখনো পর্যন্ত প্যান আধার লিঙ্ক করেননি তারা এখান থেকে নিজের মোবাইলের মাধ্যমে লিংক করতে পারবেন।

আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক

বিষয়আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক
সংস্থাইলেকশন কমিশন
প্রক্রিয়াঅনলাইন
শেষ তারিখ৩১/০৩/২০২৪
ওয়েবসাইটnvsp.in

অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনি আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক অনলাইন করতে পারবেন। নিজের মোবাইল বা কম্পিউটার থেকে এই লিংক করা সম্ভব এর জন্য আপনাকে আজকের আমাদের এই নিবন্ধটি সম্পন্ন পড়ুন। যেখানে আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক প্রক্রিয়ার প্রত্যেকটি স্টেপ উল্লেখ করা আছে। আশা করি আজকের নিবন্ধটি আপনাদের ভালো লাগবে, এরকম মানুষের প্রয়োজনীয় দরকারি সমস্ত বিষয় আমাদের ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন।

আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক করলে কি কি সুবিধা হবে

  • সরকার তাদের নিজস্ব প্রশাসনিক সুবিধার জন্য এই লিংক প্রক্রিয়াকরণ করে থাকে বিভিন্ন সময়, এর অবশ্যই বিভিন্ন সুবিধা রয়েছে যেগুলি মানুষ ভবিষ্যতে পাবে।
  • নির্বাচনের সময় নকল ভোটার দের সংখ্যা অনেক কমে যাবে, যা ভারতে অন্যতম বড় একটি সমস্যা।
  • আপনার যদি কোন পার্মানেন্ট বাসস্থানের ঠিকানা না থাকে তবে এই লিঙ্ক প্রক্রিয়াকরণ আপনার ঠিকানা প্রমাণ রূপে কাজ করবে।
  • নির্বাচনী ভোটার তালিকায় সঠিক ব্যক্তিত্ব সবসময় আপডেট থাকবে।
  • নকুল ভোটার যাদের নাম ভোটার তালিকায় রয়েছে তাদের সনাক্তকরণ করা যাবে।
  • এর ফলে প্রত্যেক ভারতবর্ষের কাছে একটি মাত্র ভোটার কার্ড উপলব্ধ থাকবে।

আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক অনলাইন কিভাবে করবেন

  • এই লিংক করার জন্য প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে nvsp.in।
  • আপনি যদি প্রথমে রেজিস্টার না করে থাকেন তবে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে।
  • এখন করার জন্য আপনার মোবাইল নাম্বার ও ইমেইল আইডি থাকা বাধ্যতামূলক।
  • অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলে আপনি ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন।
  • লগইন করে আপনি Form 6B অপশনে ক্লিক করবেন।
  • এরপর আপনি আপনার রাজ্য, বিধানসভা এলাকা নির্বাচন করবেন।
  • এরপর আপনাকে নিজের পার্সোনাল ডিটেলস দিতে হবে।
  • ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার পূর্বে, একবার পুনরায় তথ্যগুলি যাচাই করে নেবেন।

আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক অনলাইন Voter Helpline App এর মাধ্যমে

  • ভোটার হেল্প লাইন অ্যাপ এর মাধ্যমে আপনারা খুব সহজেই নিজের মোবাইল থেকে এই লিঙ্ক করতে পারবেন, এটাই সবচেয়ে সহজ উপায়।
  • আপনারা ইউটিউবে এর সম্বন্ধে ডিটেলস ভিডিও দেখতে পারবেন।
  • প্রথমে আপনাকে প্লে-স্টোর থেকে Voter Helpline App ইনস্টল করে নেবেন।
  • এই লিঙ্কের মাধ্যমে আপনি ভোটার হেল্প লাইন অ্যাপ ডাউনলোড করতে পারবেন।
  • অ্যাপটি ওপেন করার পর আপনাকে Voter Registration অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনাকে Form 6B অপসনে ক্লিক করতে হবে।
  • এরপর let’s start অপশনে ক্লিক করবেন।
  • এরপর আপনাকে আপনার নিজস্ব মোবাইল নাম্বার দিতে হবে।
  • মোবাইল নাম্বারে OTP যাবে, যেটি আপনাকে অ্যাপের মধ্যে দিতে হবে।
  • এরপর যদি আপনি আপনার ভোটার আইডি কার্ড নম্বর জানেন তবে Yes বাটনে ক্লিক করবেন।
  • এরপর Next অপশনে ক্লিক করবেন।
  • পরের পেজে আপনি নিজের ভোটার আইডি কার্ড নম্বর দেবেন এবং রাজ্য সিলেক্ট করবেন।
  • এরপর আপনার সামনে একটি মেসেজ শো করবে যেখানে লেখা থাকবে ডাটাবেসে আপনার তথ্য পাওয়া গেছে।
  • এরপর Process অপশনে ক্লিক করবেন।
  • এরপর আপনার সামনে আপনি আপনার ভোটার আইডি কার্ডের সমস্ত তথ্য দেখতে পাবেন।
  • এরপর আপনি NEXT অপশনে ক্লিক করবেন।
  • এরপর আপনাকে আপনার আধার নম্বর দিতে হবে।
  • ওই পেজে আপনাকে আপনার মোবাইল নম্বর, ইমেল আইডি ও লোকেশন এর তথ্য দিতে হবে।
  • এরপর আপনি Done ✅ অপশনে ক্লিক করবেন।
  • পরের পেজে আপনি আধার ও ভোটার কার্ডের সমস্ত তথ্য দেখতে পাবেন।
  • সবকিছু ঠিকঠাক থাকলে আপনি Confirm অপশনে ক্লিক করবেন।
  • আপনার সামনে একটি confirmation মেসেজ শো করবে এবং একটি রেফারেন্স নম্বর পাবেন যেটি আপনাকে লিখে রাখতে হবে।
  • এই রেফারেন্স নম্বর দিয়ে আপনি আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক করার স্ট্যাটাস দেখতে পাবেন।

আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক SMS এর মাধ্যমে

আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনের মাধ্যমে ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক করতে পারবেন, এই পদ্ধতিতে।
ECILINK<SPACE><ভোটার আইডি নম্বর>< SPACE><আধার কার্ড নম্বর>
এরকম মেসেজ টাইপ করে আপনি 166 অথবা 51969 এই নম্বরে পাঠিয়ে দেবেন।

আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক না ফোন কলের মাধ্যমে

1950 মোবাইল নম্বরে ফোন করে আপনি আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক করতে পারবেন, এর জন্য আপনাকে অফিস টাইম সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত যেকোনো সময় উপরে দেয়া নম্বরে ফোন করে সরকারি আধিকারিকের সঙ্গে কথা বলে এই লিংক প্রক্রিয়া করতে পারবেন।

আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক অফলাইন

অফলাইনে আপনি ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক করতে পারবেন এর জন্য আপনাকে নিকটবর্তী বুথ লেভেল অফিসারের সঙ্গে দেখা করতে হবে। তার নির্দেশ মত আপনি ফর্ম ফিলাপ করে, এই লিংক প্রক্রিয়া করতে পারবেন।

Q&A: আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক অনলাইন

আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ কবে?

৩১ মার্চ ২০২৪ সাল পর্যন্ত এই আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ঘোষণা করা হয়েছে।

ভোটার আধার লিংক করা কি বাধ্যতামূলক?

এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক করা হয়নি।

আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক করতে কত টাকা লাগবে?

সম্পূর্ণ বিনামূল্যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনি এই লিংক করতে পারবেন।

মন্তব্য করুন