বৃহস্পতিবার, নভেম্বর 30, 2023
HomeSportsঅর্জুন টেন্ডুলকারের প্রথম ওভার আইপিএলে দেখুন সেই ভিডিও

অর্জুন টেন্ডুলকারের প্রথম ওভার আইপিএলে দেখুন সেই ভিডিও

অর্জুন টেন্ডুলকারের প্রথম ওভার আইপিএলে: আইপিএল ২০২৩ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক হলো অর্জুন টেন্ডুলকারের। মুম্বাই ইন্ডিয়ান্স গতবছর তাকে নিজেদের দলে নিয়েছিল কিন্তু ২০২২ সালে তাকে একটিও ম্যাচ খেলানো হয়নি। এবছর সংবাদমাধ্যমে গুজব ছড়ায় যে অর্জুন টেন্ডুলকারের আইপিএলে অভিষেক হতে চলেছে এবং যা আজকের ম্যাচে সত্যি হলো। আইপিএলের ২২ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচের পূর্বে অনুশীলনে অর্জুন টেন্ডুলকার কে দেখা যায় প্র্যাকটিস করতে। যে ছবি প্রকাশ্যে আসার পরই চূড়ান্ত হয়ে যায় যে MI VS KKR ম্যাচে অভিষেক হচ্ছে শচীন পুত্র অর্জুন টেন্ডুলকারের।

অর্জুন টেন্ডুলকার

নামঅর্জুন টেন্ডুলকার
স্থানমুম্বাই
আইপিএল দলমুম্বাই ইন্ডিয়ান্স
ব্যাটিং স্টাইলবাঁ-হাতি ব্যাটসম্যান
বোলিং স্টাইলবাঁ-হাতি মিডিয়াম ফাস্ট
বয়স২৩ বছর
বাবাশচীন টেন্ডুলকার

রবিবারের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা অর্জুন টেন্ডুলকারকে প্রথম ওভার বল করতে দেন, এছাড়া এই ম্যাচে মোট দুই ওভার বল করেন তিনি যেখানে ১৭ রান দিয়ে একটিও উইকেট নিতে পারেননি। অর্জুন টেন্ডুলকারের প্রথম ওভার ভিডিও নিচের লিংক থেকে দেখতে পারবেন।

আরো পড়ুন- শ্রেয়াস আইয়ারের পরিবর্তে এই বিধ্বংসী ইংল্যান্ড ব্যাটসম্যান আনলো KKR

এই ম্যাচে প্রথমে ব্যাট করতে এসে কলকাতা নাইট রাইডার্স ১৮৫ রান করে ৬ উইকেট হারিয়ে। যেখানে উল্লেখযোগ্যভাবে ভেঙ্কটেশ আইয়ার সেঞ্চুরি করেন, ৫১ বলে ১০৪ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। জবাবে ব্যাট করতে এসে মুম্বাই ইন্ডিয়ান্স ৪.৫ ওভারে ৬৫ রান করে মুম্বাইকে ম্যাচের ভাল পজিশনে নিয়ে যায়। ঈশান কিষান ২৫ বলে ৫৮ রান করে, সূর্য কুমার যাদব ২৫ বলে ৪৩ রান করে। শেষ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটি ৫ উইকেটে জয়লাভ করেছে। ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার দেওয়া হয়েছে কলকাতার ভেঙ্কটেশ আইআরকে।

অর্জুন টেন্ডুলকারের প্রথম ওভার আইপিএলে ভিডিও

- Advertisement -
Suvadwip
Suvadwiphttps://extragyaan.com
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।
RELATED ARTICLES

Leave a Reply

Most Popular