আসন্ন উইন্ডোজ ১১ এর বৈশিষ্ট্য গুলি কি কি?

উইন্ডোজ ১১: আসছে মাইক্রোসফট এর নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১। দীর্ঘ প্রতীক্ষার পর উইন্ডোজ ১১ লঞ্চ হতে চলেছে এ বছরের শেষের দিকে। মাইক্রোসফটের শেষ OS লঞ্চ হয়েছিল ২০১৫ সালে উইন্ডোজ ১০। এবার নতুন রূপে দীর্ঘ ৬ বছর পর উইন্ডোজ ১১ পেয়ে যাবেন উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা।

কী কী পরিবর্তন হচ্ছে এই উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে? কোন কোন কম্পিউটারে উইন্ডোজ ১১ ব্যবহার করা যাবে? ফ্রিতে পাওয়া যাবে কি? দেখুন বিস্তারিত

উইন্ডোজ ১১ এর বৈশিষ্ট্য:-
  • নতুন রূপে উইন্ডোজ ১১ আপনার সামনে আসবে, উইন্ডোজ স্টার্ট বোতাম টি এখন টাস্ক বারের বাঁদিকে কোনায় থাকে। এবার সেটিকে মাঝামাঝি নিয়ে আসা হয়েছে।
  • উইন্ডোজ ১১ এ গোলাকার ডিজাইনকে বেশি ব্যবহার করা হয়েছে।
  • অ্যান্ড্রয়েড মোবাইলের বেশকিছু অ্যাপ এবার উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাবে।
  • একসাথে আপনি চারটি উইন্ডো ব্যবহার করতে পারবেন, মাল্টিটাস্কিং কাজের ক্ষেত্রে।
  • Microsoft Edge ও multiple widget বিনামূল্যে পেয়ে যাবেন, যার সাহায্যে আপনি ইন্টারনেটের বিভিন্ন তথ্য উপলব্ধি করবেন।
  • উইন্ডোজ ১১ সিস্টেমে আপনারা নিরাপত্তা বেশি পাবেন।
  • ভিডিও গেম এই অপারেটিং সিস্টেমে ভাল উপভোগ করা যাবে। যা উইন্ডোজ ১১ তে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
  • ভবিষ্যতে উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড যদি একসঙ্গে আপনারা ব্যবহার করতে পারেন তবে অবাক হওয়ার কিছু নেই। যা এই ভার্সনে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে।

আরো পড়ুন- iOS, iPadOS ব্যবহারকারীদের জন্য সুখবর, ইউটিউবে আসতে চলেছে ‘পিকচার-ইন-পিকচার’ সাপোর্ট

কোন কোন কম্পিউটারে উইন্ডোজ ১১ ব্যবহার করা যাবে?
  • অন্তত 4 জিবি র‌্যাম লাগবে কম্পিউটারে।
  • রম অন্তত ৬৪ জিবি রাখতে হবে।
  • প্রসেসর ১ গিগাহার্ৎজ হতে হবে।
  • ডুয়েল কোর বা ৬৪ বিট প্রসেসর হতে হবে।
  • ডিসপ্লে ৭২০ হাই ডেফিনেশন।

উইন্ডোজের এই অপারেটিং সিস্টেম টি ২০২১ সালের ডিসেম্বর মাসে প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিনামূল্যেই দেওয়া হবে এই ভার্সান টি, উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা আপডেটের মাধ্যমে উইন্ডোজ ১১ পেয়ে যাবেন।

Twitter source- @Windows

Leave a Reply