পঞ্চম টেস্ট বাতিল হওয়ার পেছনে কারণ কি

Eng Vs Ind 5th test: ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজের চূড়ান্ত নির্ণায়ক টেস্ট ম্যাচ পঞ্চম টেস্ট বাতিল হয়ে যাওয়ায় শোরগোল পড়ে যায় বিশ্ব ক্রিকেটে। যার খবর ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রীর করোনা পজিটিভ রিপোর্ট আশায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় ম্যাচ। কিন্তু জৈব সুরক্ষা বলয় ভেঙে কিভাবে সংক্রমণ ঘটল ভারতীয় দলের মধ্যে?।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী চতুর্থ টেস্ট ম্যাচের পূর্বে রবি শাস্ত্রী তার বই লঞ্চ করে একটি ইভেন্টেয়ের মাধ্যমে। যে লঞ্চ ইভেন্টে ভারত অধিনায়ক বিরাট কোহলিও ছিলেন। এরপরই চতুর্থ টেস্ট ম্যাচের মধ্যে রবি শাস্ত্রির রিপোর্ট পজিটিভ আসে। এরপর দলের বোলিং কোচ, ফিল্ডিং কোচ ও ফিজিও কে আইসোলেশনে রাখা হয়। কিন্তু সরকারি ফিজিও ইয়োগেশ পরমার রিপোর্ট পজিটিভ আসায় ভারতীয় দল মাঠে নামতে অনিচ্ছা প্রকাশ করে। এরপর দুই ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী টেস্ট ম্যাচ বাতিল হয়ে যায়।

টেস্ট ম্যাচ বাতিল হওয়ায় বোর্ডের চোখে ভিলেন এখন রবি শাস্ত্রীবিরাট কোহলি। কারণ রবি শাস্ত্রির বই লঞ্চের ইভেন্টে যাওয়ার জন্য এই দুইজন বোর্ডের কাছে কোনো লিখিত অনুমতি চাইনি। যা একেবারেই ভালো চোখে দেখছে না বিসিসিআই। এরসঙ্গে শো-কজ করা হতে পারে ভারতীয় দলের টিম ম্যানেজার গিরিশ ডংরকে। কারণ সিরিজ চলাকালীন ভারতীয় দলের খেলোয়াররা কোথায় যাবে না যাবে এইসব বিষয় সম্পূর্ণ দেখভালের দায়িত্ব টিম ম্যানেজারের।

আরো পড়ুন- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ ভারতীয় দল ঘোষিত হল

প্রসঙ্গত ইংল্যান্ডে করোনা বিধি নিষেধ আইন শিথিল হওয়ায় রবি শাস্ত্রী বোর্ডের কাছে অনুমতি নেওয়ার প্রয়োজনবোধ করেননি বলে মনেকরা হচ্ছে। এমনকি বই লঞ্চের ইভেন্টে কোনরকম মাক্স পড়ে আসার নিয়ম ছিল না। ফলে অতি সহজেই সংক্রমণ ছড়িয়ে পড়ে টিম ম্যানেজমেন্টের মধ্যে। বর্তমানে রবি শাস্ত্রী ছাড়াও বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ শ্রীধর ও ফিজিও নীতিন প্যাটেলের ও রিপোর্ট পজেটিভ এসেছে।

মন্তব্য করুন