WhatsApp update: একটি ম্যাসেজ একবারই ফরওয়ার্ড করা যাবে, ভুয়ো খবর ছড়ানো আটকাতে নয়া পন্থা

সম্প্রতি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) নতুন একটি আপডেটের উপর কাজ করছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়ানো বিভিন্ন ভুয়ো খবর আটকানোর জন্যই নতুন এই ফিচারটিকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসার কথা ভাবছেন তারা। আসলে এই ফিচারটি মেসেজ ফরওয়ার্ড কে কেন্দ্র করেই। হোয়াটসঅ্যাপ এর তরফ থেকে জানানো হয়েছে নতুন এই আপডেটের সাহায্যে একটি মেসেজ একটির বেশি গ্রুপে ফরওয়ার্ড করা যাবেনা। নতুন ফিচারটি রোলআউট হওয়া শুরু হলেই সমস্যায় পড়তে হবে হোয়াটসঅ্যাপ ইউজারদের, যারা একটি মেসেজ একাধিক গ্রুপে শেয়ার করেন। যদিও হোয়াটসঅ্যাপের দাবি এটি রোলআউট হওয়া শুরু হলেই ভুয়া খবর বা ভুয়া তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়ানো বন্ধ হয়ে যাবে।

এরপূর্বে হোয়াটসঅ্যাপ এমনই একটি ফিচার নিয়ে এসেছিল যার সাহায্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা একটি চ্যাটে একবারই মেসেজ ফরওয়ার্ড করার সুযোগ পেতেন। বিভিন্ন তথ্য ভাইরাল হয়ে যাওয়া থেকে আটকানোর জন্যই এই ফিচারটি হোয়াটসঅ্যাপে যুক্ত করা হয়েছিল। এবার এই ফিচারটি যুক্ত হতে চলেছে গ্রুপ চ্যাট এর ক্ষেত্রেও। WABetainfo এর একটি রিপোর্ট অনুযায়ী একটি মেসেজ একটি গ্রুপে একবারই ফরওয়ার্ড করা যাবে, তার বেশি সেই মেসেজটি ফরওয়ার্ড করা যাবেনা এমন একটি ফিচার এর উপরে সম্প্রতি কাজ করছেন তারা।

নতুন এই আপডেটের সাহায্যে একটি ফরওয়ার্ড লেভেলসহ মেসেজ অন্য গ্রুপে ফরওয়ার্ড করার চেষ্টা করা যাবে, তবে সেটি একাধিক গ্রুপে ফরওয়ার্ড করা সম্ভব হবে না। একাধিক গ্রুপে সেই মেসেজটি পাঠাতে গেলে বারবার সিলেক্ট করে পাঠাতে হবে সেটিকে অথবা কপি-পেষ্ট করে ফরোয়ার্ড করতে হবে।

আরো পড়ুন-বিশ্বের সবচেয়ে বেশি বিক্রীত স্মার্টফোন কোনটি জানেন? দেখেনিন এক নজরে

হোয়াটসঅ্যাপ গ্রুপের ক্ষেত্রে নতুন এই ফিচারটি বর্তমানে টেস্টিং পর্যায় রয়েছে এবং সংস্থার তরফ থেকে জানানো হয়েছে কিছুদিনের মধ্যেই নির্দিষ্ট সংখ্যক বিটা টেস্টারদের কাছে এই ফিচারটি ব্যবহার করার জন্য দেয়া হবে। যদি সমস্ত কিছু পরিকল্পনা মাফিক চলতে থাকে তাহলে আর কয়েক দিনের মধ্যেই এই ফিচারটি নতুন একটি আপডেটের মাধ্যমে সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে।

মন্তব্য করুন