বিশ্বের সবচেয়ে বড় কালো হিরে: দ্য এনিগমা

বিশ্বের সবচেয়ে বড় কালো হিরে: এই প্রথম বিশ্বের সবচেয়ে বড় কালো হিরে জনসমক্ষে প্রদর্শিত হল দুবাইতে। ৫৫৫.৫৫ ক্যারেটের এই বিরল কৃষ্ণ হিরে যাকে পৃথিবীর সবচেয়ে বড় কালো হীরের তকমা দেওয়া হয়েছে। নিলাম সংস্থার বিশেষজ্ঞদের মতে আজ থেকে প্রায় ২.৬ বিলিয়ন বছর আগে এই কালো হীরের উৎপত্তি। পৃথিবীর সঙ্গে কোন উল্কার সংঘর্ষের ফলে পৃথিবীতে এই হীরের উৎপত্তি বলে ধারণা করা হচ্ছে।

অনেকে এই হীরে কে ভিনগ্রহের হীরে বলেও উল্লেখ করেছেন। নিলাম সংস্থা এই হীরাটিকে ফেব্রুয়ারি মাসে নিলামে তুলতে চলেছে। এই হীরের নামকরণ করা হয়েছে ‘দ্য এনিগমা‘, হীরাটির নিলামের জন্য ক্রিপ্টোকারেন্সি সুবিধা নেয়া হবে। তবে এই হীরাটি ২০ বছর আগেই পাওয়া যায় কিন্তু হীরাটির অজ্ঞাত মালিক এটিকে জনসমক্ষে আনেনি।

হীরাটি কে মধ্যপ্রাচ্যের শক্তি ও সুরক্ষার প্রতীক ‘হাসমা‘ থেকে অনুপ্রাণিত হয়ে আকৃতি দেওয়া হয়েছে। হীরাটি বিশ্বের সবচেয়ে শক্ত বস্তু গুলির মধ্যে একটি তবুও বিশেষজ্ঞরা এটিকে ৫৫ মুখি আকার দিতে সক্ষম হয়েছে। নিলামে হীরাটির মূল্য ৫০ লক্ষ পাউন্ড উঠবে বলে মনে করা হচ্ছে।

নিলাম সংস্থা Sotheby’s টুইটারে হীরাটির ছবি প্রকাশ করে লিখেছে যে “দ্য এনিগমা’- আন্তঃনাক্ষত্রিক মহাকাশ থেকে একটি ধন এবং নিলামে আসা সবচেয়ে বড় মুখী হীরা আজ সোথেবির দুবাইতে উন্মোচন করা হয়েছে।”

Twitter Credit- Sotheby’s

“বিশ্বের সবচেয়ে বড় কালো হিরে: দ্য এনিগমা”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন