বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: ঘোষিত হলো ভারতীয় দল। দেখে নিন 20 জনের বিস্তারিত তালিকা

সদ্যই আইপিএল 2021 স্থগিত করে দেওয়া হয়েছে। এখন বিসিসিআই ও ভারতীয় ক্রিকেট দলের প্রধান লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। 18 ই জুন ইংল্যান্ডের সাউদাম্পটনে অনুষ্ঠিত হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ড সর্বপ্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। এবার ফাইনাল ম্যাচের জন্য ঘোষণা করা হলো 20 জনের ভারতীয় দল।

2020-21 অস্ট্রেলিয়া সফরের 4 টেস্ট ম্যাচের সিরিজে ভারতের বহু তারকা খেলোয়াড় চোটে জর্জরিত হয়েছিল। তাদের মধ্যে উমেশ যাদব, মোহাম্মদ সামি, লোকেশ রাহুল, জসপ্রিত বুমরা, রবীন্দ্র জাদেজা, হনুমা বিহারি ইত্যাদি ক্রিকেটাররা ছিলেন। এদের মধ্যে এখন প্রায় সবাই সুস্থ, শুধুমাত্র লোকেশ রাহুলের অ্যাপেন্ডিক্স সার্জারি ও ঋদ্ধিমান সাহার করোনা পজিটিভ হওয়ায়, 20 জনের নামের তালিকায় রাখা হলেও মেডিকেল রিপোর্টের উপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

20 জন সদস্য ছাড়াও 4 জন রিজার্ভ খেলোয়াড় কে রাখা হয়েছে। এই 4 জন রিজার্ভ ক্রিকেটার হলেন অভিমন্যু ইশ্বরন, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান ও আরজান নাগওয়াসওয়ালা। ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্সের উপর ভিত্তি করেই এদেরকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।

আরো পড়ুন- আইপিএলের পরবর্তী অংশ ভারতে আর হবে না। কোথায় হবে জেনে নিন

ক্রমাগত দলে সুযোগ না পাওয়া কুলদীপ যাদব কে এবার দলের বাইরে রাখা হয়েছে। চোটের কারণে হার্দিক পান্ডিয়া আইপিএলে বল করতে পারেনি সেই কারণে তাকেও বাদ দেওয়া হয়েছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ভারতীয় দল:-

রোহিত শর্মা, শুভমান গিল, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিংক্য রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পান্ত (উইকেট কিপার), রবি আশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর,  জাসপ্রিত বুমরা, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, মোঃ সিরাজ, শারদুল ঠাকুর, উমেশ যাদব, কেএল রাহুল, ঋদ্ধিমান সাহা।

Twitter source- @bcci

“বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: ঘোষিত হলো ভারতীয় দল। দেখে নিন 20 জনের বিস্তারিত তালিকা”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন