World’s smallest Mammal: বিলুপ্ত হতে চলেছে এই স্তন্যপায়ী সামুদ্রিক জীব

World’s smallest Mammal: সম্প্রতি বিজ্ঞানীদের দ্বারা একটি গবেষণা পত্রে জানানো হয়েছে পৃথিবীর সবচেয়ে ছোট স্তন্যপায়ী জীব পৃথিবীতে বেঁচে রয়েছে মাত্র দশটি।

পৃথিবীর সবচেয়ে ছোট স্তন্যপায়ী জীব যার নাম Totoaba। পুরো পৃথিবীতে এই ক্ষুদ্র স্তন্যপায় জিব বেঁচে আছে মাত্র দশটি। বিশ্বব্যাপী বেড়ে চলা দূষণ এবং প্লাস্টিকের ব্যবহার সমুদ্রের প্রাণী দের জন্য যে পরিমাণ ক্ষতি ডেকে আনছে তা আমাদের অজানা নয়। আর এই ধরনের প্লাস্টিকের জন্যই মৃত্যু হচ্ছে বহু পরিমাণ সামুদ্রিক জীবের। এই দূষণের শিকার হয়েছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম স্তন্যপায়ী জীবও। ২.৫ মিলিয়ন বছর আগে অস্তিত্বে আসা এই প্রাণীগুলি এখন প্রায় বিলুপ্ত। গবেষকরা জানাচ্ছেন পৃথিবীতে মাত্র দশটি বেঁচে আছে এই স্তন্যপায়ী জীবটি, যা ক্যালিফোর্নিয়ার মেক্সিকো উপসাগরে পাওয়া যায়।

পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম স্তন্যপায়ী জীবের নাম Vaquita Porpoises বা Totoaba।। বিজ্ঞানীরা জানিয়েছেন ২০৫০ সাল থেকে প্রায় ৮.৩ বিলিয়ন টন প্লাস্টিক অপরিশোধিত তেল থেকে তৈরি করা হয়েছে, যার তিরিশ শতাংশ ব্যবহার করা হয়েছে বাড়ি, গাড়ি ও কারখানা তৈরিতে বাকি দশ শতাংশ প্লাস্টিক পুড়ে গিয়েছে এবং ৬০ শতাংশ বর্জ্য সমুদ্রের পরিবেশ দূষণের অন্যতম কারণ। এই দূষণের পরিমাণ এতটাই বেশি যে সামুদ্রিক প্রাণীদের বাঁচানো সম্ভব হয়ে উঠছে না।

Totoaba পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী, এর দৈর্ঘ্য চার থেকে পাঁচ ফুট হয়ে থাকে। এই প্রাণীর বিলুপ্তির আরও একটি কারণ এই মাছগুলির দেহে এক বিশেষ ধরনের মূত্রাশয় থাকে যা চীনে ঐতিহ্যবাহী ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। বর্তমানে মেক্সিকোতে এই মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তারপরেও এই মাছ শিকার করা হয়। যার কারণে এই মাছের বর্তমানে পৃথিবীতে সংখ্যা কমে গেছে প্রচুর পরিমাণ। বিজ্ঞানীরা ২০ বছর ধরে এই প্রাণীর উপরে গবেষণা চালাচ্ছে।

আরো পড়ুন -পৃথিবীতে মোট পাখির সংখ্যা কত|how many birds in the world

বিজ্ঞানীরা জানিয়েছেন এই প্রাণীকে বাঁচানোর একমাত্র উপায় জেলিং বন্ধ করা। বিজ্ঞানীরা বলেছেন যদি জেলিং বন্ধ করা হয় তবে এদের সংখ্যা বাড়ানো যেতে পারে। অন্যদিকে সমুদ্রের দূষণ ঘটানো প্লাস্টিকের পরিমাণ কমাতে হবে। যদি এরকমই চলতে থাকে তবে ২০৫০ সালের মধ্যে সমুদ্রের মাছের চেয়ে বেশি প্লাস্টিকের সংখ্যা থাকবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

Leave a Reply