ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে শাওমির নতুন দুই স্মার্টফোন, জেনেনিন কোন দুটি

২০২১ সালের মাঝামাঝি সময়ে চিনা সংস্থা শাওমির নতুন দুটি স্মার্টফোন আসতে চলেছে ভারতীয় বাজারে। শাওমির অন্যতম দুটি সাবব্র্যান্ড হলো রেডমি (Redme) এবং এমআই (MI), যে দুটি সম্পূর্ণ ভারতীয় স্মার্টফোনের বাজার জুড়ে রয়েছে। শুধু তাই নয় স্মার্টফোনের দুনিয়ায় অন্যান্য সমস্ত ফোনকে টেক্কা দিয়ে চলেছে এই স্মার্টফোন ব্র্যান্ডটি। আর সেই প্রতিযোগিতায় যুক্ত হতে চলেছে শাওমির নতুন দুটি মডেল, যার মধ্যে একটিতে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর।

শাওমির নতুন দুটি স্মার্টফোন সম্পর্কে জানা গিয়েছে ফেডারেল কমিউনিকেশন কমিশন (FFC) এর থেকে। যদিও ফোনটির নাম জানা যায়নি তবে সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী ফোন দুটির একটির কোড নেম হতে চলেছে Vili এবং অপরটির Lisa, মডেল নাম্বার টি 2107113SG। অনেকের ধারণা নতুন এ স্মার্টফোনটি শাওমির এমআই ইলেভেন এক্স, ইলেভেন প্রো এবং ইলেভেন আল্ট্রা এর সিরিজের অন্তর্ভুক্ত হতে পারে। কারণ এই তিনটি স্মার্টফোনেই ছিল Qualcomm Snapdragon ৮৮৮ চিপসেট এবং নতুন মডেলটিতেও একই চিপ ব্যবহার করা হচ্ছে।

চিনা সংস্থা শাওমি এর তরফ থেকে অফিসিয়াল কোন মন্তব্য এখনো জানানো হয়নি, তবে নতুন স্মারটফোনটি যে এমআই এর ইলেভেন সিরিজের নতুন মডেল চলেছে সে বিষয়ে সন্দেহ নেই। অনেকের ধারণা নতুন এই স্মার্টফোনটির নাম হতে পারে এমআই ইলেভেন ‘টি’। যেহেতু কিছুদিন আগেই এমআই ১০ এবং রেডমি নোট ১০ ‘টি’ সিরিজের ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছিল সে ক্ষেত্রে অনেকেই এমনটাই অনুমান করছেন। তবে অনেকের মতে এই ফোনটি এমআই মিক্স ৮ সিরিজের অংশও হতে পারে।

নতুন ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে এবার আলোচনা করা যাক। নতুন এই স্মার্টফোনটিতে থাকতে পারে FHD+ স্ক্রীন রেসোলিউশন এবং AMOLED স্ক্রীন। স্ক্রিনের রিফ্রেশ রেটে ১২০Hz পর্যন্ত সাপোর্ট থাকতে পারে। এরই সঙ্গে পাওয়া যাবে Qualcomm Snapdragon 888 প্রসেসর।

এই ফোনটি ছাড়াও শাওমি আরও একটি নতুন ফোন লঞ্চ করবে ভারতীয় বাজারে। এই ফোনটিতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন এর ৭৭৮ জি চিপসেট। আর যদি এমনটা হয় তবে শাওমি এর তরফ থেকে এটি প্রথম স্মার্টফোন হতে চলেছে যেটিতে এই ধরনের চিপসেট ব্যবহার করা হচ্ছে। এই স্মার্টফোনটির রিফ্রেশ রেট হতে পারে ৯০Hz এর। সাথেই ৬৪ মেগাপিক্সেল এর স্যামসাং GW3 সেন্সরসহ মেইন ক্যামেরা থাকতে পারে।

আরো পড়ুন-২৩ জুলাই ভারতের বাজারে লঞ্চ হবে Samsung Galaxy A22 5G, জানুন বিশদে

যদিও চিনা কম্পানি শাওমি এর তরফ থেকে অফিসিয়াল কোনো মন্তব্য পেশ করা হয়নি। তবে নতুন স্মার্টফোন দুটি MI CC 11 LINE-UP এর অংশ হিসেবে ধরে নিচ্ছেন অনেকে। ফোনটি কবে ভারতের বাজারে আসতে চলেছে সেই বিষয়ে সঠিক তথ্য এখনও পাওয়া সম্ভব হয়নি।

মন্তব্য করুন