মেসির অটোগ্রাফ লেখা জার্সি পরে জিভা সিং ধোনি

মেসির অটোগ্রাফ লেখা জার্সি পরে জিভা সিং ধোনি

সম্প্রতি সম্পন্ন হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২২ যেখানে ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং ফ্রান্স। রুদ্ধশ্বাস ম্যাচের ফলাফল ৩-৩ দাঁড়ায় এবং শেষ পর্যন্ত ট্রাইবেকার রাউন্ডে আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের জন্য ফুটবল বিশ্বকাপ জয় করে। এই বিশ্বকাপ অবশ্যই আর্জেন্টিনার অধিনায়ক লিও মেসিকে এক অন্য পর্যায়ে নিয়ে গেছে। এবার সেই মেসির হাতের ছোঁয়া লাগলো প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মেয়ের জার্সিতে।

মহেন্দ্র সিং ধোনির মেয়ে জিভা সিং ধোনির ইনস্টাগ্রাম প্রোফাইলে দুটি ছবি প্রকাশ করা হয়। যে ছবিতে দেখা যাচ্ছে আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি গায়ে জিভা সিং ধোনি খুবই উৎসাহের সঙ্গে দাঁড়িয়ে আছে এবং সেই ছবিতে লিও মেসির অটোগ্রাফ দেওয়া। জার্সিতে এই অটোগ্রাফের উপরেই লেখা “পাপা জিভা”।

জিভা সিং ধোনির ইনস্টাগ্রাম একাউন্ট তার মা-বাবা অর্থাৎ MS ধোনি ও সাক্ষী সিং ধোনি চালনা করেন। জিভা সিং ধোনির প্রোফাইল থেকে এই দুটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়। ছবিতে আর্জেন্টিনার জার্সি গায়ে জিভা সিং ধোনির আনন্দ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। ছবির ক্যাপশনে লেখা আছে, “like father like daughter”।

আরো পড়ুন- ২০২৬ ফিফা বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হবে? দেখে নিন

আরো পড়ুন- আইপিএল ২০২৩ নিলাম: সমস্ত দলের সম্পূর্ণ খেলোয়াড় তালিকা

যদিও মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষী সিং ধোনি তাদের ব্যক্তিগত জীবনকে নিজেদের মধ্যেই রাখেন। খুব কম ছবি তারা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। কিছুদিন আগেই ক্রিসমাস উদযাপনের একটি ভিডিও প্রকাশ করা হয় যেখানে দেখা যাচ্ছে জিভা সিং ধোনি কে বরফের সাথে খেলতে এবং ক্রিসমাস ট্রি হতে। এই ধরনের কারো আকর্ষণীয় খবর পেতে আমাদের ওয়েবসাইটকে ফলো করুন।

আর্জেন্টিনার জার্সি পরে জিভা সিং ধোনি

Instagram credit- Ziva singh dhoni
Previous articleবিসলেরি জলের কোম্পানি চলে যাচ্ছে টাটা গ্রুপের হাতে, কিভাবে? দেখুন বিশদে
Next articleNASA: বিজ্ঞানীদের নতুন খোঁজ, মঙ্গল গ্রহের ভিডিওতে দেখা মিলল বরফ, মাকড়শার মত অদ্ভুত বস্তুর
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

2 COMMENTS

Leave a Reply