3 Wheeler Harley Davidson: নতুন তিন চাকার বাইক লঞ্চ করল হারলে ডেভিডসন

3 Wheeler Harley Davidson: নতুন তিন চাকার বাইক লঞ্চ করল হারলে ডেভিডসন

3 Wheeler Harley Davidson: বিশ্বের বাজারে নতুন একটি বাইক লঞ্চ করল হারলে ডেভিডসন। এই বাইকে থাকছে তিনটি চাকা।

হারলে ডেভিডসন বিশ্বের বাজারে লঞ্চ করতে চলেছে নতুন একটি বাইক। এই বাইকের বিশেষত্ব হলো তিনটি চাকা। হারলে ডেভিডসনের নতুন এই বাইকের নাম দেওয়া হয়েছে হারলে ডেভিডসন ফ্রিহুইলার ট্রিক (Harley Davidson Freewheeler Trike)। যদিও এই বাইকের একটি পুরনো ভার্সন বিশ্ববাজরে আগে থেকেই উপলব্ধ ছিল। তবে কোম্পানি জানিয়েছে পুরনো ভার্সনের নতুন একটি আপডেট নিয়ে এসেছে তারা।

3 Wheeler Harley Davidson বাইকটিতে থাকছে তিনটি চাকা একটি সামনে এবং পিছনে দুটি। এই বাইকে দুজন বসতে পারবে। বাইক তৈরি করা হয়েছে প্রধানত ট্যুরের জন্য, এর রাইডিং পজিশান বাইক চালককে একটি আরামদায়ক যাত্রা প্রদান করবে। এছাড়াও থাকছে ৫৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক যা একটি ট্রাভেল বাইক হিসেবে সবচেয়ে প্রিমিয়াম গাড়িগুলির মধ্যে একটি।

এই বাইকের সামনের চাকায় ব্যবহার করা  হয়েছে ১৪ ইঞ্চির চাকা এবং পিছনে ব্যবহার করা হয়েছে ১৫ ইঞ্চির চাকা। গাড়িটি রিভার্সের জন্য একটি রিভার্স গিয়ার দেয়া হয়েছে। সাথেই থাকছে এবিএস ব্রেকিং সিস্টেম, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম এবং ড্রাগ টর্ক স্লিপ কন্ট্রোল সিস্টেম।

আরো পড়ুন -Hop Leo electric Scooter: ৯৭০০০ টাকার ইলেকট্রিক স্কুটার, একবার চার্জে চলবে ১২০ কিমি

Harley Davidson নতুন এই তিন চাকার গাড়িটির দাম রাখা হয়েছে ২৯,৯৯৯ মার্কিন ডলার যা ভারতীয় মূল্যে ২৫ লক্ষ টাকার কাছাকাছি।

Previous articleকাগজের আবিষ্কারক কে ছিলেন? নিত্য প্রয়োজনীয় বস্তু কাগজ আবিষ্কারের ইতিহাস
Next articleবাংলাদেশের জেলা কয়টি 2023
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply