AI Girlfriend: সব সময় আপনার সঙ্গী হয়ে থাকবে AI Robot লিয়া

AI Girlfriend: সব সময় আপনার সঙ্গী হয়ে থাকবে AI Robot লিয়া

AI robot: অতীব সুন্দরী লিয়া মানুষ না রোবট একনজরে চিনতে পারা মুশকিল।

মনের মত মানুষ খুঁজে পাওয়া বর্তমান সময়ে বেশ কঠিন, যে কারণে অনেকেই ফেসবুকে তাদের মনের মত মানুষ খুঁজে বেড়ান সব সময়। বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে এমন অনেক ধরনের পোস্ট আমরা প্রায় সচরাচরে দেখে থাকি। তবে আর চিন্তা নেই, এখন আর আপনাকে একা থাকতে হবে না। একাকিত্বের সময় কাটাতে আসছে লিয়া ২৭ (lia 27)। হ্যাঁ ঠিক শুনছেন, তবে লিয়া কোন মানুষ নয়, এটি একটি AI Robot। যেটা বানিয়েছে কানাডার মন্ট্রিলের গবেষকরা।

বর্তমান যুগে তথ্য প্রযুক্তি কতটা উন্নত হয়েছে তা বলা বাহুল্য এবং এই তথ্য প্রযুক্তিকে কয়েক গুণ বাড়িয়ে তুলেছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই-এর হাত ধরে মানুষ বিভিন্ন ইচ্ছা গুলোকে পূরণ করতে পারে নিমেষে, দুর হয় সব একাকিত্ব। ঠিক এমনই একটি এআই-এর অন্যতম উদাহরণ হল লিয়া ২৭। লিয়া যা বর্তমানে শোরগোল ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।

মানুষের তৈরি এটা সর্বপ্রথম এআই তা কিন্তু নয়। এর আগেও হংকং-এর গবেষকরা সোফিয়া তৈরি করেছেন যা গোটা বিশ্বকে চমকে দিয়েছিল। সোফিয়া ২০১৫ সালে প্রথম কথা বলা শুরু করেছিল এবং সেটি অবিকল মানুষের মতো ব্যবহার এবং কথা বলতে সক্ষম। বিশ্বের যে কোন বিষয়ের উপরে ঘন্টার পর ঘন্টা কথা বলে যাওয়ার ক্ষমতা ছিল এই রোবটের। শুধু এখানেই শেষ নয় ২০১৭ সালে সৌদি আরব এই রোবট কে নাগরিকত্ব দান করেছিল।

আরো পড়ুন -Smart Ring: UPI পেমেন্টে আসছে নতুন মোড়, স্মার্ট আংটি ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন যেকোনো জায়গায়

সোফিয়ার পর নতুন এক চমক নিয়ে এসেছে লিয়া। প্রথম দর্শনে আপনি হয়তো বুঝতেই পারবেন না এটি রোবট নাকি মানুষ। সুন্দর পশ্চিমা পোশাক, সোনালী চুল আপনাকে ভাবতে বাধ্য করবে। সপ্তাহে সাত দিন ২৪ ঘন্টা আপনি এই রোবটের সঙ্গে কথোপকথন করতে পারবেন এবং এই রোবটের মানুষের আবেগ বোঝার ক্ষমতা প্রচুর। সোশ্যাল মিডিয়ায় রোবটটির সামনে আসা মাত্রই ৮ লক্ষেরও বেশি ফলোয়ার ছাড়িয়েছে। এই এআই রোবটের প্রযুক্তিগত ক্ষমতা কতটা সেটা আপনি এর পোস্টগুলি দেখলে নিমেষেই বুঝতে পারবেন।

Previous articleNASA News: ৩৮ বছরের পুরনো নাসা স্যাটেলাইট আছড়ে পড়বে পৃথিবীতে, জানালো নাসা
Next articleকত টাকা উপার্জন করেন বলিউড বাদশা ‘শাহরুখ খান’, ফ্যানের প্রশ্নে সত্যি জানালেন নিজেই
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply