Apple AirTag খুঁজে বার করল বন্যায় ভেসে যাওয়া কুকুরছানা

Apple AirTag খুঁজে বার করল বন্যায় ভেসে যাওয়া কুকুরছানা

Apple AirTag বন্যায় ভেসে যাওয়া এক কুকুরছানা খুঁজে বার করলো। বন্যায় উদ্ধারকার্য-তে অ্যাপেলের AirTag-এর এই অবদান সত্যি অকল্পনীয়।

এর আগেও এমন ঘটনা ঘটেছে যেখানে মানুষের জীবন বাঁচিয়েছে apple Watch। এপেলে থাকা বিভিন্ন টেকনোলজির কারণে এমন অনেক সময় দেখা গিয়েছে হার্ট অ্যাটাকে বা এক্সিডেন্টে আহত কোন ব্যক্তির জীবন বাঁচিয়েছে অ্যাপেল ওয়াচ। শুধু তাই নয় ক্যান্সারের মতো ব্যধীর আগাম সর্তকতা জানিয়েছে এই ধরনের ওয়াচ গুলি। তবে সম্প্রতি apple এর এমন একটি প্রোডাক্ট এর কথা সামনে এসেছে যা বাঁচিয়েছে একটি কুকুর ছানার প্রাণ। অ্যাপল air tag নিয়ে এর পূর্বে বিভিন্ন রকম দুর্ব্যবহার করার কথা সামনে এসেছিল। অনেকেই এটিকে বিভিন্ন কাজে ব্যবহার করত। তবে এই AirTag-ই আজ বাঁচিয়েছে এক পোষ্য কুকুরের প্রাণ।

ক্যালিফোর্নিয়ায় বন্যায় ভেসে যাওয়া এক অবলা প্রাণীর জীবন বাঁচিয়েছে এপেলের এআর ট্যাগ। একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী সিমাস নামের একটি অস্ট্রেলিয়ান শেফার্ড যার বয়স মাত্র ১ বছর বন্যায় ভেসে গিয়েছিল সে। বৃষ্টিতে সামান্য অসাবধানতার কারণে কুকুরছানাটি নর্দমায় পড়ে যায়, নর্দমার জলে স্রোতের কারণে সে ভেসে যায় জলের সাথে এবং নর্দমার শেষে একটি অ্যাকসেস টিউবে আটকে যায় সে।

এরপর যারা উদ্ধারকার্যে আসেন টিউবটি পরিষ্কার করার জন্য তারা উদ্ধার করে সিমাস কে। কিন্তু সিমাসের মালিককে তারা খুঁজে পাননি। এরপর তারা ফেসবুক পেজে অ্যাপেল এআর ট্যাগ এবং আইডি ট্যাগ এর সাহায্যে সিমাস কে তার মালিকের কাছে পৌঁছিয়ে দেন।

আরো পড়ুন -Cyber Crime Helpline: সাইবার ক্রাইমে অভিযোগ জানানোর নতুন নম্বর প্রকাশ করল স্বরাষ্ট্র মন্ত্রক

সিমাসের মালিক ২০২২ সালের নভেম্বর মাসে তার একান্ত আপন কুকুরছানাকে হারিয়ে ফেলার পর apple AirTag এর সাহায্য নেন তাকে খোঁজার জন্য। এই ডিভাইসটির মাধ্যমে জানতে পারেন তার পোষ্য ফ্লরিডার এক পশু আশ্রয়স্থলে রয়েছে।

Previous articleকাগজের আবিষ্কারক কে ছিলেন? নিত্য প্রয়োজনীয় বস্তু কাগজ আবিষ্কারের ইতিহাস
Next articleবাংলাদেশের জেলা কয়টি 2023
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply