BECIL নিয়োগ 2023: শূন্যপদ, স্টাফ নার্স, দেখুন বিশদে

BECIL নিয়োগ 2023: শূন্যপদ, স্টাফ নার্স, দেখুন বিশদে

BECIL নিয়োগ 2023: পশ্চিমবঙ্গে যারা সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সুখবর। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট পশ্চিমবঙ্গে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে 65 জন স্টাফ নার্স নিয়োগ হবে। শিক্ষাগত যোগ্যতা, বয়স বেতন ও কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিষয় এই পোস্টে বিশদে দেওয়া আছে আপনারা সরাসরি অফিশিয়াল নোটিফিকেশন ও আবেদন করার পদ্ধতি জানতে পারবেন। অবশ্যই মনে রাখবেন এই পোস্টে আবেদন শুরু হচ্ছে 18 এপ্রিল থেকে এবং শেষ হবে 8 মে অর্থাৎ খুবই কম সময়ের জন্য আবেদন করা যাবে।

BECIL নিয়োগ 2023

নিয়োগBECIL
পোস্টস্টাফ নার্স
শূন্যপদ65
আবেদন পদ্ধতিঅনলাইন
স্থানকলকাতা
শেষ তারিখ23-04-2023
ওয়েবসাইটbecil.com

BECIL নিয়োগ 2023: তারিখ

BECIL নিয়োগতারিখ
আবেদন শুরু18 এপ্রিল 2023
আবেদন শেষ08 মে 2023

BECIL নিয়োগ: শূন্যপদের বিবরণ

মোট 65 জন স্টাফ নার্স নিয়োগ হবে।

BECIL নিয়োগ 2023: শিক্ষাগত যোগ্যতা

প্রত্যেক আবেদনকারী কে অবশ্যই B.SC, M.SC, GNM সম্পূর্ণ করে থাকতে হবে।

BECIL নিয়োগ: বয়স

সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন এছাড়া অফিসিয়াল নোটিফিকেশনটি একবার দেখুন।

BECIL নিয়োগ 2023: বেতন

স্টাফ নার্স- 30,000

BECIL নিয়োগ 2023: নিয়োগ প্রক্রিয়া

  • লিখিত পরীক্ষা
  • ইন্টারভিউ
  • স্কিল টেস্ট

BECIL নিয়োগ 2023: আবেদন মূল্য

  • জেনারেল, ওবিসি, মহিলা- 885
  • তপশিলি জাতি, উপজাতি- 531

কিভাবে আবেদন করতে হবে

  • অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে becil.com।
  • ওয়েবসাইটে গিয়ে প্রথমে আপনাকে Career অপশনে যেতে হবে।
  • এরপর আপনি অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 308 এর উপর ক্লিক করবেন।
  • আবেদনকারীর অবশ্যই নিজের মোবাইল নাম্বার ও ইমেল আইডি থাকতে হবে।
  • আপনি যদি প্রথমবার এই ওয়েবসাইটে যান তবে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার পর আপনি ইউজার আইডি ও পাসওয়ার্ড পেয়ে যাবেন।
  • এরপর আপনাকে লগইন করতে হবে।
  • ফর্মটি সম্পূর্ণ সঠিক তথ্য দ্বারা ভর্তি করবেন।
  • এরপর আপনাকে নিজের ছবি ও সিগনেচার আপলোড করতে হবে।
  • প্রয়োজনীয় নথিপত্র আপলোড করবেন
  • এরপর আবেদন মূল্য প্রদান করবেন।
  • ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার পূর্বে ফর্মটি একবার সম্পূর্ণ দেখে নিবেন।
  • ফর্মটি সাবমিট হয়ে গেলে, ফর্মের একটি প্রিন্ট কপি নিজের কাছে রেখে দেবেন যা পরবর্তীকালে কাজে লাগবে।
নোটিফিকেশনCLICK HERE
অনলাইনে আবেদনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE
Previous articleSuvo Mahalaya Wishes In Bengali
Next articleপৃথিবীতে মুসলিম জনসংখ্যা কত ২০২৩
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply