BECIL নিয়োগ 2023: শূন্যপদ, স্টাফ নার্স, দেখুন বিশদে

BECIL নিয়োগ 2023: পশ্চিমবঙ্গে যারা সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সুখবর। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট পশ্চিমবঙ্গে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে 65 জন স্টাফ নার্স নিয়োগ হবে। শিক্ষাগত যোগ্যতা, বয়স বেতন ও কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিষয় এই পোস্টে বিশদে দেওয়া আছে আপনারা সরাসরি অফিশিয়াল নোটিফিকেশন ও আবেদন করার পদ্ধতি জানতে পারবেন। অবশ্যই মনে রাখবেন এই পোস্টে আবেদন শুরু হচ্ছে 18 এপ্রিল থেকে এবং শেষ হবে 8 মে অর্থাৎ খুবই কম সময়ের জন্য আবেদন করা যাবে।

BECIL নিয়োগ 2023

নিয়োগBECIL
পোস্টস্টাফ নার্স
শূন্যপদ65
আবেদন পদ্ধতিঅনলাইন
স্থানকলকাতা
শেষ তারিখ23-04-2023
ওয়েবসাইটbecil.com

BECIL নিয়োগ 2023: তারিখ

BECIL নিয়োগতারিখ
আবেদন শুরু18 এপ্রিল 2023
আবেদন শেষ08 মে 2023

BECIL নিয়োগ: শূন্যপদের বিবরণ

মোট 65 জন স্টাফ নার্স নিয়োগ হবে।

BECIL নিয়োগ 2023: শিক্ষাগত যোগ্যতা

প্রত্যেক আবেদনকারী কে অবশ্যই B.SC, M.SC, GNM সম্পূর্ণ করে থাকতে হবে।

BECIL নিয়োগ: বয়স

সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন এছাড়া অফিসিয়াল নোটিফিকেশনটি একবার দেখুন।

BECIL নিয়োগ 2023: বেতন

স্টাফ নার্স- 30,000

BECIL নিয়োগ 2023: নিয়োগ প্রক্রিয়া

  • লিখিত পরীক্ষা
  • ইন্টারভিউ
  • স্কিল টেস্ট

BECIL নিয়োগ 2023: আবেদন মূল্য

  • জেনারেল, ওবিসি, মহিলা- 885
  • তপশিলি জাতি, উপজাতি- 531

কিভাবে আবেদন করতে হবে

  • অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে becil.com।
  • ওয়েবসাইটে গিয়ে প্রথমে আপনাকে Career অপশনে যেতে হবে।
  • এরপর আপনি অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 308 এর উপর ক্লিক করবেন।
  • আবেদনকারীর অবশ্যই নিজের মোবাইল নাম্বার ও ইমেল আইডি থাকতে হবে।
  • আপনি যদি প্রথমবার এই ওয়েবসাইটে যান তবে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার পর আপনি ইউজার আইডি ও পাসওয়ার্ড পেয়ে যাবেন।
  • এরপর আপনাকে লগইন করতে হবে।
  • ফর্মটি সম্পূর্ণ সঠিক তথ্য দ্বারা ভর্তি করবেন।
  • এরপর আপনাকে নিজের ছবি ও সিগনেচার আপলোড করতে হবে।
  • প্রয়োজনীয় নথিপত্র আপলোড করবেন
  • এরপর আবেদন মূল্য প্রদান করবেন।
  • ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার পূর্বে ফর্মটি একবার সম্পূর্ণ দেখে নিবেন।
  • ফর্মটি সাবমিট হয়ে গেলে, ফর্মের একটি প্রিন্ট কপি নিজের কাছে রেখে দেবেন যা পরবর্তীকালে কাজে লাগবে।
নোটিফিকেশনCLICK HERE
অনলাইনে আবেদনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE

মন্তব্য করুন