মহাজাগতিক গোলাপ: অত্যাশ্চর্য ছবি প্রকাশ করল নাসার হাবল টেলিস্কোপ

মহাকাশে প্রতিমুহূর্তেই অত্যাশ্চর্য কিছু ঘটে চলেছে। যা দেখে অবাক না হয়ে উপায় নেই। আর এমনই আশ্চর্য ঘটনার ছবিগুলি আমাদের সামনে নিয়ে আসে নাসা। আমেরিকার অন্যতম মহাকাশ গবেষণা কেন্দ্রের মহাকাশে থাকা হাবল টেলিস্কোপ সাহায্য করে ছবিগুলিকে আমাদের সামনে তুলে ধরতে।

নাসার হাবল টেলিস্কোপটি ঠিক এমনই একটি অত্যাশ্চর্য ছবি তুলেছে মহাকাশের। টেলিস্কোপ এর তীক্ষ্ণ দৃষ্টিতে ধরা পড়েছে দুটি গ্যালাক্সি বা ছায়াপথের আকর্ষণীয় চিত্র। ৩০০ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত andromeda নক্ষত্রমন্ডলে দুটি গ্যালাক্সির ছবি ধরা পড়েছে টেলিস্কোপ এর ছবিতে। গ্যালাক্সি দুটি পরস্পর এমন অবস্থানে রয়েছে যাদের দেখে মনে হচ্ছে বিশাল আকৃতির এক মহাজাগতিক গোলাপের মতো (Cosmic rose)।

আরো পড়ুন-চীনের রকেট পৃথিবীতে আছড়ে পড়ল আজ, চীনকে দায়িত্বহীন বলে নিন্দা করল নাসা

মহাজাগতিক এই অতিকায় গোলাপের ছবি তোলা হয়েছিল প্রায় ১০ বছর আগে। কিন্তু নাসা এটি পুনরায় ইনস্টাগ্রামে শেয়ার করেছে।

আরো পড়ুন-SpaceX-এর রকেটে করে ৬০ টি স্টারলিঙ্ক স্যাটেলাইট পাঠানো হলো পৃথিবীর কক্ষপথে

অ্যানড্রোমেডা নক্ষত্রমন্ডলীর মধ্যে থাকা ARP 273 এর গ্যালাক্সিগুলি মহাকর্ষীয় বলের কারণে একে অপরের দিকে আকর্ষিত হতে থাকে এবং এই গ্যালাক্সি গুলির মধ্যে সবচেয়ে বড় UGC 1810 গ্যালাক্সি এই মহাকর্ষীয় বলের কারণে কিছুটা গোলাপের আকৃতি ধারণ করেছে। যার ফলে সৃষ্টি হয়েছে বিশাল আকৃতির মহাজাগতিক গোলাপের। যে ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা।

মন্তব্য করুন