কুকুর কেন গাড়ির পিছনে তাড়া করে, জেনে নিন এর আসল তথ্য

ভারতবর্ষে কুকুর অতি প্রচলিত একটি পশু যা আমাদের চারপাশে সব সময় দেখা যায়। ভারতবর্ষে প্রধানত ‘নেড়ি কুকুর (Neri Dog)’ সচরাচর সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায়। আপনি ভারতবর্ষের যে প্রান্তেই থাকুন না কেন কুকুরের বিষয়ে আপনি একটি ঘটনা অবশ্যই লক্ষ্য করেছেন বা আপনার সাথেও হয়তো এমন ঘটনা ঘটেছে। বিশেষত গ্রামের রাস্তায় এটি বেশি পরিমাণে ঘটে, মোটরসাইকেল বা চারচাকা গাড়ি গেলে কুকুর কেন গাড়ির পিছনে তাড়া করে।

কিন্তু আপনারা কখনো ভেবে দেখেছেন এর আসল কারণটা কি?, কুকুর প্রধানত তাদের নিজস্ব এলাকাতেই থাকে। এক এলাকার কুকুর অন্য এলাকায় প্রবেশ করলে তাদের মধ্যে ঝগড়া বাধে। এছাড়া আরো একটি বিষয় লক্ষ করে দেখেছেন হয়ত কুকুর বিভিন্ন জায়গায় প্রস্রাব করে এবং বিশেষ করলে যেকোনো গাড়ির টায়ারে তাদের প্রস্রাব করতে দেখা যায়।

আরো পড়ুন- 425 ফুট লম্বা সাপের খোঁজ, গুগল ম্যাপ এর ছবি ঘিরে ভাইরাল সোশ্যাল মিডিয়া

এই প্রস্রাব আর কিছুই নয়, কুকুর তাদের নিজের এলাকা জানান দেওয়ার জন্যই এই প্রস্রাব করে। যাতে অন্য এলাকার কুকুর তার নিজের এলাকায় প্রবেশ করতে গেলে বাধা পায়। সেই কারণেই কোন গাড়ি যদি একটি কুকুরের সামনে দিয়ে যায় এবং সেই গাড়িতে যদি পূর্বে কোন কুকুর প্রস্রাব করে থাকে তবে সেই গন্ধ রাস্তার কুকুর টি পায়। আমরা সবাই জানি কুকুরের ঘ্রাণশক্তি সবচেয়ে বেশি। ফলে রাস্তার কুকুর টি মনে করে তাদের এলাকায় অন্য জায়গায় কুকুর ঢুকে পড়েছে। প্রধানত এই কারণেই কুকুর যেকোনো গাড়ির পেছনে তারা করে।

মন্তব্য করুন