আইসিসি ওডিআই বোলিং রাঙ্কিং ২০২৩

আইসিসি ওডিআই বোলিং রেংকিং ২০২৩

আইসিসি ওডিআই বোলিং রাঙ্কিং ২০২৩: আইসিসি ওডিআই রেংকিং অনুযায়ী সেরা ১০ ওডিআই বোলারের তালিকা নিচে দেওয়া হল।

বর্তমানে বিশ্বের এক নম্বর ওডিআই বোলার হল মোহাম্মদ সিরাজ ও দ্বিতীয় স্থানে রয়েছে জশ হেজেলহুড

আইসিসি ওডিআই বোলিং রাঙ্কিং ২০২৩, icc odi bowling ranking 2023 in bengali

RANKবোলার দেশরেটিং
১.মোহাম্মদ সিরাজভারত৭২৯
২.জশ হেজেলহুডঅস্ট্রেলিয়া৭২৭
৩.ট্রেন্ট বোল্টনিউজিল্যান্ড৭০৮
৪.মিচেল স্টার্কঅস্ট্রেলিয়া৬৬৫
৫.রাশিদ খানআফগানিস্তান৬৫৯
৬.অ্যাডাম জাম্পাঅস্ট্রেলিয়া৬৫৫
৭.সাকিব আল হাসানবাংলাদেশ৬৬২
৮.শাহিন আফ্রিদিপাকিস্তান৬৪১
৯.মুস্তাফিজুর রহমানবাংলাদেশ৬৩৮
১০.মুজিব উর রহমানআফগানিস্তান৬৩৭
icc odi bowling ranking 2023 in bengali
Previous articleবিশ্বের সেরা ১০০ ধনী ব্যক্তি ২০২৩
Next article‘এটাই হয় আত্মবিশ্বাসের ফলে’- রবি শাস্ত্রী, ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ- Highlights
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply