ভারত শ্রীলংকা প্রথম ওডিআই ম্যাচ ২০২৩- Highlights

ভারত শ্রীলংকা প্রথম ওডিআই ম্যাচ ২০২৩

ভারত শ্রীলংকা প্রথম ওডিআই ম্যাচ ২০২৩: ভারত বনাম শ্রীলংকা তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে সম্পূর্ণ হাইলাইটস ভিডিও নিচে দেয়া হল। এই ম্যাচ ছিল সিরিজের নির্ণায়ক ম্যাচ এর আগে ভারত একটি ও শ্রীলংকা একটি করে ম্যাচ জয়ী হয়েছিল।

তারিখ- মঙ্গলবার, জানুয়ারী ১০, ২০২৩

স্টেডিয়াম- গোহাটি ক্রিকেট স্টেডিয়াম, আসাম।

টস- শ্রীলংকা টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়।

এই ম্যাচে ভারতের বিরাট কোহলি সেঞ্চুরি করেন, যা তার একদিনের ক্রিকেট ক্যারিয়ারের ৪৫ তম সেঞ্চুরি।

ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ

ভারতীয় ইনিংস- ৩৭২/৭
ভারতীয় ব্যাটিংশ্রীলংকা বোলিং
বিরাট কোহলি- ১১৩(৮৭)ডি সিলভা- ৩(৮৮)
রোহিত শর্মা- ৮৩(৬৭)রাজিত-১(৩৩)
শ্রীলঙ্কার ইনিংস- ৩০৬/৮
শ্রীলংকা ব্যাটিংভারত বোলিং
দানুস শঙ্কা- ১০৮(৮৮)*উমরান মালিক- ৩(৫৭)
পাথুম নিশঙ্কা- ৭২(৮০)মোহাম্মদ সিরাজ-২(৩০)

ভারত ম্যাচটি ৬৭ রানে জয়লাভ করেছে, ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি

ভারত শ্রীলংকা প্রথম ওডিআই ম্যাচ ২০২৩- full match highlights CLICK HERE

Previous articleTwitter Updates: টুইটারে আসতে চলেছে বড়সড় বদল, ইউজারদের সুবিধার্থে যুক্ত হবে একাধিক ফিচারস
Next articleJio 5G: মাত্র ৬১ টাকায় ভারতে চালু হল জিও ৫জি ডেটা প্যাক
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply