ভারত শ্রীলংকা প্রথম ওডিআই ম্যাচ ২০২৩: ভারত বনাম শ্রীলংকা তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে সম্পূর্ণ হাইলাইটস ভিডিও নিচে দেয়া হল। এই ম্যাচ ছিল সিরিজের নির্ণায়ক ম্যাচ এর আগে ভারত একটি ও শ্রীলংকা একটি করে ম্যাচ জয়ী হয়েছিল।
তারিখ- মঙ্গলবার, জানুয়ারী ১০, ২০২৩
স্টেডিয়াম- গোহাটি ক্রিকেট স্টেডিয়াম, আসাম।
টস- শ্রীলংকা টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়।
এই ম্যাচে ভারতের বিরাট কোহলি সেঞ্চুরি করেন, যা তার একদিনের ক্রিকেট ক্যারিয়ারের ৪৫ তম সেঞ্চুরি।
ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ
ভারতীয় ইনিংস- ৩৭২/৭
ভারতীয় ব্যাটিং | শ্রীলংকা বোলিং |
---|---|
বিরাট কোহলি- ১১৩(৮৭) | ডি সিলভা- ৩(৮৮) |
রোহিত শর্মা- ৮৩(৬৭) | রাজিত-১(৩৩) |
শ্রীলঙ্কার ইনিংস- ৩০৬/৮
শ্রীলংকা ব্যাটিং | ভারত বোলিং |
---|---|
দানুস শঙ্কা- ১০৮(৮৮)* | উমরান মালিক- ৩(৫৭) |
পাথুম নিশঙ্কা- ৭২(৮০) | মোহাম্মদ সিরাজ-২(৩০) |
ভারত ম্যাচটি ৬৭ রানে জয়লাভ করেছে, ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি।
ভারত শ্রীলংকা প্রথম ওডিআই ম্যাচ ২০২৩- full match highlights CLICK HERE
[…] ভারত বনাম শ্রীলংকা প্রথমদিনের ম্যাচ- w… […]