Twitter Updates: টুইটারে আসতে চলেছে বড়সড় বদল, ইউজারদের সুবিধার্থে যুক্ত হবে একাধিক ফিচারস

Twitter Updates: টুইটারে আসতে চলেছে বড়সড় বদল, ইউজারদের সুবিধার্থে যুক্ত হবে একাধিক ফিচারস

Twitter Updates: টুইটারে আসতে চলেছে বড়সড়ো বদল। ইউজারদের কথা মাথায় রেখে টুইটারে একাধিক ফিচার যুক্ত হতে চলেছে। টুইটারের কর্ণধার ইলন মাস্ক এই মাইক্রো ব্লগিং সাইট সম্পর্কে এমনই ইঙ্গিত দিয়েছেন। টুইটারে নিজের মনের ভাব প্রকাশ করে টুইট করার ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসতে চলেছে।

বর্তমানে টুইটার (twitter) একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যদিও এই প্লাটফর্মে নিজের ইচ্ছামত সব সময় টুইট করা যায় না। টুইট করার ক্ষেত্রে রয়েছে একাধিক নিয়মকানুন। যেমন, অনেক বড় টেক্সট টুইটারে টুইট করা যায় না। এই কথা মাথায় রেখে মাস্ক জানিয়েছেন শীঘ্রই এই সমস্যা দূর করা হবে, সাজানো হবে এই মাইক্রো ব্লগিং সাইটটি। কোন কোন ক্ষেত্রে টুইটারে পরিবর্তন করা হচ্ছে তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

এই মাইক্রো ব্লগিং সাইটে নতুন আপডেটের সাহায্যে যে সমস্ত টুইটার একাউন্টগুলি আপনি ফলো করেন এবং যে সমস্ত টুইটার একাউন্টগুলি আপনাকে ফলো করার জন্য সাজেশন পাঠানো হয় তার জন্য দুটি আলাদা অপশন আছে, স্মার্টফোন থেকে এই দুটি অপশন বেছে নিতে সময় লাগে অনেকটাই, তবে নতুন আপডেটের ফলে ডান দিক এবং বাঁ দিক সোয়াইপ করে অনায়াসে দুটি অপশন বেছে নিতে পারবে ইউজাররা। চলতি সপ্তাহে এই আপডেটটি টুইটারে যোগ করা হবে।

এছাড়াও টুইটারে যুক্ত হতে চলেছে ‘বুকমার্ক বাটন’, অর্থাৎ এই বাটনটির সাহায্যে টুইটারে যে কোন পেজকে যেকোনো সময় মার্ক করে রাখা যাবে এবং অনায়াসে খুঁজে পাওয়া যাবে সেই টুইটারের পেজটি। অন্যদিকে টুইটারে অতি দীর্ঘ টুইট অপশনটিও ইউজারদের জন্য নিয়ে আসা হবে ফেব্রুয়ারি মাস থেকেই।

আরো পড়ুন -Whatsapp New Feature: ইন্টারনেট ছাড়াই চ্যাট করতে পারবেন বন্ধুদের সাথে, জেনে নিন নতুন Proxy feature সম্পর্কে

২০২২ সালের নভেম্বর মাসে ইলন মাস্ক জানিয়েছিলেন, বেশি শব্দের টেক্সট টুইট করার কথা। বর্তমানে টুইট এর সর্বোচ্চ শব্দ সংখ্যা ২৮০, তবে সেই সংখ্যাটি বেড়ে কত দাঁড়াবে সেটি সম্পর্কে এখনো কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। অনেক টুইটার ইউজাররাই জানিয়েছেন এই আপডেটের ফলে টুইটের মাধ্যমে নিজের বক্তব্য আরো ভালোভাবে ব্যক্ত করা যাবে। আবার অনেকের দাবি শব্দ সংখ্যা সীমিত থাকার জন্যই টুইটার এত বেশি জনপ্রিয়। এখন দেখার বিষয় হল টুইটারে কোন কোন আপডেট গুলি যোগ করা হবে।

Previous articleHrithik-Saba: এই বছরেই বিয়ে করছেন ঋত্বিক-সাবা! কে কে উপস্থিত থাকবে জানেন?
Next articleভারত শ্রীলংকা প্রথম ওডিআই ম্যাচ ২০২৩- Highlights
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply