জানভি কাপুরের নতুন ইনস্টাগ্রাম ফটোগ্রাফ, ভাইরাল ইন্টারনেট জগতে

জানভি কাপুরের নতুন ইনস্টাগ্রাম ফটোগ্রাফ, ভাইরাল ইন্টারনেট জগতে
image credit- instagram

জানভি কাপুরের নতুন ইনস্টাগ্রাম ফটোগ্রাফ: ভারতের সত্যিকারের একজন ফ্যাশন আইকনের মধ্যে জানভি কাপুর অন্যতম। বিভিন্ন সময়ে তিনি তার instagram এ ছবি পোস্ট করতে থাকেন বিভিন্ন ফ্যাশন প্রোডাক্টের। তার প্রতিটি ইনস্টাগ্রাম ছবি ইন্টারনেট জগতে অত্যন্ত ভাইরাল হয় এবং সংবাদ মাধ্যমের শিরোনামে আসে। সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রামে এরকমই একটি ছবি আপলোড করেছেন, যা দেখে আপ্লুত তার অনুগামীরা।

বলিউডের একটি অ্যাওয়ার্ড শো-তে এই ছবি তোলা হয়েছে যা ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে যায় নিচে আপনার এই ছবি গুলি দেখতে পাচ্ছেন। Style Icon Awards 2023 এর অনুষ্ঠানে জানভি কাপুর, মৌনি রয়, রশ্মিকা মান্দান্না, অনুষ্কা শর্মা, কৃতি স্যানন, বরুণ ধাওয়ান থেকে শুরু করে আরো অনেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রত্যেকেরই ড্রেস ছিল দেখার মতো।

মালাইকা অরোরা একটি কালো ব্যাকলেস বডিকন গাউনে উপস্থিত ছিলেন, যা অত্যন্ত উত্তেজনাপূর্ণ লাগছিল। নতুন জেনারেশনের তারকা জানভি কাপুর একটি ঝকঝকে ড্রেসে দেখা যায়। সাম্প্রতিক সিনেমাগুলোর মধ্যে জানবে কাপুরের সাথে বরুণ ধাওয়ানের “বাওয়াল” সিনেমাটি ২০২৩ সালের ৬ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাবে। এছাড়া রাজকুমার রাওয়ের সঙ্গে অভিনীত সিনেমা “মিস্টার এন্ড মিসেস মাহি” এ বছরে মুক্তি পেতে চলেছে। অভিযোগ থেকে শেষবার বড় পর্দায় দেখা গেছে “গুড লাক জেরি” ও মিলি সিনেমাতে যা দর্শকদের প্রশংসা অর্জন করেছে।

আরো পড়ুন- বিশ্বের সেরা ১০ সুন্দরী মহিলা ২০২৩

জানভি কাপুরের নতুন ইনস্টাগ্রাম ফটোগ্রাফ

  • জানভি কাপুরের নতুন ইনস্টাগ্রাম ফটোগ্রাফ
  • জানভি কাপুরের নতুন ইনস্টাগ্রাম ফটোগ্রাফ
  • জানভি কাপুরের নতুন ইনস্টাগ্রাম ফটোগ্রাফ
  • জানভি কাপুরের নতুন ইনস্টাগ্রাম ফটোগ্রাফ
Previous articleভারতের এক নম্বর ইউটিউবার – প্রাঙ্ক, রোস্টিং, টেকনোলজি, ভিডিও গেমস, ভাইনস ২০২৩
Next articleRCB তে আবারো এফিডেভিলিয়ার্স ও ক্রিস গেইল, অনুশীলনে ফুল স্টেডিয়াম দর্শক
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply