লখনৌ বনাম হায়দ্রাবাদ ম্যাচ হাইলাইটস- ভিডিও

লখনৌ বনাম হায়দ্রাবাদ ম্যাচ হাইলাইটস- ভিডিও

লখনৌ বনাম হায়দ্রাবাদ ম্যাচ হাইলাইটস: আইপিএল ২০২৩ এর ১০ নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ও লখনৌ সুপার জয়েন্ট। SRH টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটে নেমে SRH ২১ রানে প্রথম উইকেট এবং ৫০ রানে তিন উইকেট হারায়। এরপর হায়দ্রাবাদের ইনিংসে কোন বড় পার্টনারশিপ তৈরি হয়নি ফলে ১২১ রানে ৮ উইকেট হারিয়ে ২০ ওভার সম্পন্ন করে তারা। LSG রান চেস করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬ ওভারে ম্যাচটি জয়লাভ করেছে।

লখনৌ বনাম হায়দ্রাবাদ ম্যাচ হাইলাইটস

ম্যাচLSG VS SRH
ম্যাচ নং১০ নম্বর ম্যাচ
টসটসে জিতে SRH ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়
তারিখ২ এপ্রিল ২০২৩
সময়৭.৩০
স্টেডিয়ামলখনৌ ক্রিকেট স্টেডিয়াম

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ

মায়াঙ্ক আগরওয়াল, আনমোলপ্রীত সিং (উইকেটরক্ষক), রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম (সি), হ্যারি ব্রুক, ওয়াশিংটন সুন্দর, আবদুল সামাদ, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, ওমরান মালিক, আদিল রশিদ

লখনৌ সুপার জায়ান্ট একাদশ

কেএল রাহুল (সি), কাইল মায়ার্স, দীপক হুডা, মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ড্য, অমিত মিশ্র, যশ ঠাকুর, জয়দেব উনাদকাট, রবি বিষ্ণোই

সানরাইজার্স হায়দরাবাদ ইনিংস

ব্যাটসম্যানরান
ত্রিপাঠি৩৫(৪১)
আনমোলপ্রীত সিং৩১(২৬)
বোলিংউইকেট
ক্রুনাল পান্ড্য৩/১৮
অমিত মিশ্র২/২৩

লখনৌ সুপার জায়ান্ট ইনিংস

ব্যাটসম্যানরান
কেএল রাহুল৩৫(৩১)
ক্রুনাল পান্ড্য৩৪(২৩)
বোলিংউইকেট
আদিল রশিদ২/২৩
ফযলহক ফারুকী১/১৩

লখনৌ সুপার জায়েন্ট ম্যাচটি ৫ উইকেটে জয়লাভ করেছে, ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন কুনাল পান্ডিয়া

লখনৌ বনাম হায়দ্রাবাদ ম্যাচ হাইলাইটস – LSG VS SRH full match highlights in Bengali

Previous articleমমতা বন্দ্যোপাধ্যায় জীবনী – Mamata Banerjee in Bengali
Next articleপশ্চিমবঙ্গের সেরা ১০ টি প্রাইভেট বিটেক কলেজ
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply