WTC ফাইনাল খেলেই অবসর নেবেন নিউজিল্যান্ড এই ক্রিকেটার

WTC ফাইনাল খেলেই অবসর নেবেন নিউজিল্যান্ড এই ক্রিকেটার
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খবর

ইংল্যান্ডের সাউদাম্পটনে 18 জুন শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। প্রথমবার অনুষ্ঠিত হওয়া এই ফাইনাল হবে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে। উভয় দলই এখন WTC ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই ফাইনাল খেলার পূর্বে নিউজিল্যান্ড ইংল্যান্ডে, ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলবে। সম্প্রতি নিউজিল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান বিজে ওয়াটলিং ঘোষণা করেছে যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পর তিনি অবসর নেবেন।

নিউজিল্যান্ড ক্রিকেটের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি অবসরের কথা ঘোষণা করেছেন। “ভারতের বিপক্ষে জুনে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে সমস্ত ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিজে ওয়াটলিং। ওয়াটলিং নিউজিল্যান্ডের 100 টিরও বেশি বার এবং নর্থান ডিস্ট্রিক্ট ক্রিকেটকে 243 বারের প্রতিনিধিত্ব করছেন”। -টুইটারে লিখেছে BLACKCAPS official।

আরো পড়ুন- অল্পের জন্য রক্ষা পেল ওয়ার্নার, স্মিথ, প্যাট কামিন্সরা। কি কারনে দেখুন বিস্তারিত

2009 সালে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে বিজে ওয়াটলিংয়ের অভিষেক হয় নিউজিল্যান্ডের হয়ে। 35 বছর বয়সী এই নিউজিল্যান্ড ক্রিকেটার উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে বহু নজির গড়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে 2019 সালে প্রথম কোন ব্যাটসম্যান রূপে তিনি দ্বিশত রান করেছিলেন। যা আর কোন উইকেটকিপার-ব্যাটসম্যানের নেই এখনো পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে।

বিজে ওয়াটলিংয়ের পরিসংখ্যান এখনো পর্যন্ত
ম্যাচরান
টেস্ট ম্যাচ733773
ওডিআই ম্যাচ28573
টি-টোয়েন্টি ম্যাচ538

Previous articleশতাধিক গ্যালাক্সিগুচ্ছ: এক আশ্চর্য ছবি শেয়ার করল নাসা, দেখুন সেই ছবি
Next article১৫ তারিখ বদল ঘটছে হোয়াটসঅ্যাপে, জানুন কি করবেন আর কি করবেন না
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply