লখনৌ সুপার জায়ান্ট খেলোয়ার 2023

লখনৌ সুপার জায়ান্ট খেলোয়ার 2023

লখনৌ সুপার জায়ান্ট খেলোয়ার 2023: ৩১ শে মার্চ থেকে শুরু হতে চলেছে টাটা আইপিএল ২০২৩। যে টুর্নামেন্টের জন্য সারা বছর ভারতের ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় থাকে। গত বছর আইপিএল দুটি নতুন ফ্রাঞ্চাইজি সংযুক্ত হয় গুজরাট টাইটানস ও লখনৌ সুপার জায়ান্ট। উত্তরপ্রদেশের লখনৌ শহরের ফ্রাঞ্চাইজি রূপে লখনৌস সুপার জয়েন্ট দল তৈরি হয়। যা প্রথমবার ২০২২ সালে আইপিএলের অংশগ্রহণ করে। এই দলের অধিনায়ক করা হয় KL রাহুলকে। এবছর আইপিএলে LSG এর নিলাম কেমন হলো, কতজন ক্রিকেটারকে তারা নিজেদের দলে নিল এবং লখনৌ সুপার জায়ান্ট খেলোয়ার 2023 জানার জন্য আপনারা নিচে বিস্তারিত বিবরণ করতে পারেন।

লখনৌ সুপার জায়ান্ট ফ্রাঞ্চাইজি

আইপিএলের এই নতুন দল নিলামে ৭০৯০ কোটি টাকা দিয়ে RPSG গ্রুপ কিনেছে। RPSG গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েনকা এই ফ্র্যাঞ্চাইটির মালিক। বর্তমানে এই ফ্রাঞ্চাইজির প্রধান কোচ হলেন অ্যান্ডি ফ্লাওয়ার ও অধিনায়ক কে এল রাহুল। গত বছর এই দল আইপিএলে চতুর্থ নম্বর স্থানে নিজেদের টুর্নামেন্ট শেষ করে।

লখনৌ সুপার জায়ান্ট গুরুত্বপূর্ণ তথ্য

টুর্নামেন্টআইপিএল
দললখনৌ সুপার জায়ান্ট
মালিকRPSG গ্রুপ
অধিনায়কKL রাহুল
কোচঅ্যান্ডি ফ্লাওয়ার
স্টেডিয়ামBRSABV ECS
শহরলখনৌ

লখনৌ সুপার জায়ান্ট খেলোয়ার 2023

  1. কেএল রাহুল (অধিনায়ক)
  2. মনন ভোহরা
  3. কুইন্টন ডি কক
  4. আয়ুষ বাদোনি
  5. দীপক হুদা
  6. কৃষ্ণাপ্পা গৌথাম
  7. করণ শর্মা
  8. ক্রুনাল পান্ড্য
  9. কাইল মায়ার্স
  10. মার্কাস স্টয়নিস
  11. আবেশ খান
  12. মার্ক উড
  13. মায়াঙ্ক যাদব
  14. মহসিন খান
  15. রবি বিষ্ণোই
  16. জয়দেব উনাদকাট
  17. যশ ঠাকুর
  18. রোমারিও শেফার্ড
  19. নিকোলাস পুরান
  20. অমিত মিশ্র
  21. ড্যানিয়েল সামস
  22. প্রেরক মানকদ
  23. স্বপ্নিল সিং
  24. নবীন উল হক
  25. যুধবীর সিং

রিলিজ করা লখনৌ সুপার জায়ান্ট খেলোয়ার

  1. অ্যান্ড্রু টাই
  2. অঙ্কিত সিং
  3. রাজপুত
  4. দুষমন্ত চামেরা
  5. এভিন লুইস
  6. জেসন হোল্ডার
  7. মনীশ পান্ডে
  8. শাহবাজ নাদিম

রিটেন করা লখনৌ সুপার জায়ান্ট খেলোয়ার

  1. কেএল রাহুল
  2. মার্কাস স্টয়নিস
  3. রবি বিষ্ণোই
  4. কুইন্টন ডি কক
  5. দীপক হুদা
  6. ক্রুনাল পান্ড্য
  7. আবেশ খান
  8. মার্ক উড
  9. কে গৌথাম
  10. মনন ভোহরা
  11. মহসিন খান
  12. আয়ুষ বাদোনি
  13. কাইল মায়ার্স
  14. করণ শর্মা
  15. মায়াঙ্ক যাদব
Previous articlePPI full form in Bengali – PPI কি?
Next articleপ্যান-আধার লিঙ্ক সময়সীমা বাড়লো এই তারিখ পর্যন্ত
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply