মুম্বাই বনাম চেন্নাই ম্যাচ হাইলাইটস- ভিডিও

মুম্বাই বনাম চেন্নাই ম্যাচ হাইলাইটস- ভিডিও

মুম্বাই বনাম চেন্নাই ম্যাচ হাইলাইটস: আইপিএলের ১২ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল আইপিএলের সবচেয়ে সফল দুটি দল মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। CSK অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স ১৫৭ রানের লক্ষ্যমাত্রা দেয় CSK এর জন্য। রান চেস করতে নেমে চেন্নাই ১৮ ওভার ১ বলে ম্যাচটি জয়লাভ করেছে, উল্লেখযোগ্য ভাবে এই দিন অজিঙ্ক রাহানে ২৭ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন। এছাড়া ঋতুরাজ গায়কওয়ার্ড, শিবম দুবে, আম্বাতি রাইডু যথাক্রমে ৪০,২৮,২০ রান করেছেন।

মুম্বাই বনাম চেন্নাই ম্যাচ হাইলাইটস

ম্যাচMI VS CSK
ম্যাচ নং১২ তম ম্যাচ
টসচেন্নাই টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়
তারিখ২ এপ্রিল ২০২৩
সময়৭.৩০
স্টেডিয়ামওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাই

মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ

রোহিত শর্মা (সি), ইশান কিশান (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড, ট্রিস্টান স্টাবস, আরশাদ খান, হৃতিক শোকিন, পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফ

চেন্নাই সুপার কিংস একাদশ

ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকে), শিবম দুবে, ডোয়াইন প্রিটোরিয়াস, দীপক চাহার, মিচেল স্যান্টনার, সিসান্দা মাগালা, তুষার দেশপান্ডে

মুম্বাই ইন্ডিয়ান্স ইনিংস

ব্যাটসম্যানরান
ঈশান কিষাণ32(21)
টিম ডেভিড31(22)
বোলিংউইকেট
রবীন্দ্র জাদেজা3/20
স্যান্টনার2/28

চেন্নাই সুপার কিংস ইনিংস

ব্যাটসম্যানরান
অজিঙ্কা রাহানে61(27)
রুতুরাজ গায়কওয়াড40(36)
বোলিংউইকেট
কুমার কার্তিকেয়1/24
জেসন বেহরেনডর্ফ1/24

চেন্নাই সুপার কিংস ম্যাচ টি ৭ উইকেটে জয়লাভ করেছে, ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রবীন্দ্র জাদেজা

মুম্বাই বনাম চেন্নাই ম্যাচ হাইলাইটস – MI VS CSK full match highlights in Bengali

Previous articleমমতা বন্দ্যোপাধ্যায় জীবনী – Mamata Banerjee in Bengali
Next articleপশ্চিমবঙ্গের সেরা ১০ টি প্রাইভেট বিটেক কলেজ
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply