একসঙ্গে তিনটি ছায়াপথের মনমুগ্ধকর ছবি শেয়ার করল নাসা, দেখেনিন সেই ছবি

একসঙ্গে তিনটি ছায়াপথের মনমুগ্ধকর ছবি শেয়ার করল নাসা, দেখেনিন সেই ছবি

আমেরিকার অন্যতম মহাকাশ গবেষণা কেন্দ্র ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) তাদের অন্যতম হাবল টেলিস্কোপের সাহায্যে তোলা এক অসাধারণ ছবি আমাদের সামনে তুলে ধরেছে। আমরা বিভিন্ন সময় মহাকাশের অজানা অদেখা অদ্ভুত সব ছবিগুলি দেখতে পাই এই হাবল টেলিস্কোপের সাহায্যে। আর তেমনি আরো একটি ছবি প্রকাশ্যে এনেছে নাসা। সম্প্রতি তিনটি ছায়াপথ বা গ্যালাক্সির ছবি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঠে এসেছে।

নাসা তাদের সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশের সাথে এও জানিয়েছেন এই ছায়াপথ তিনটি বাকি সমস্ত ছায়াপথ থেকে একেবারে আলাদা। এই ছায়াপথের কোন নির্দিষ্ট ক্যাটাগরি নেই যে ক্যাটাগরিতে এদেরকে ব্যাখ্যা করা যায়। এই ছায়াপথ গুলি কেন অন্যান্য ছায়াপথের থেকে একেবারেই আলাদা সে বিষয়েও জানিয়েছেন নাসা।

নাসা এই ছবিগুলি তাদের হাবল টেলিস্কোপে থাকা wide-field camera 3 এর সাহায্যে তুলেছে। ছবিটি প্রকাশ পেয়েছে নাসার অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইল। যেখানে দেখা গিয়েছে ছায়াপথ গুলির অদ্ভুত অবস্থান। তাদের এমন অবস্থানের কারণে আলাদাভাবে তাদেরকে ব্যাখ্যা করা খুবই কঠিন। কারণ প্রতিটি ছায়াপথের একটি নির্দিষ্ট প্যাটার্ন থাকে, যেমন স্পাইরাল গ্যালাক্সি, লেন্টিকুলার গ্যালাক্সি। আমরা যে গ্যালাক্সিতে থাকি সেই মিল্কি ওয়ে গ্যালাক্সি একটি স্পাইরাল গ্যালাক্সির প্যাটার্ন এর মধ্যে পড়ে।

অন্যদিকে স্পাইরাল গ্যালাক্সি এবং ইলিপটিক্যাল গ্যালাক্সি দুটির মাঝামাঝি অবস্থান হল লেন্টিকুলার গ্যালাক্সি। এই ধরনের গ্যালাক্সি দের শ্রেণিবদ্ধ করা সমস্যাজনক হলেও, সম্প্রতি আবিষ্কৃত এই গ্যালাক্সিটির শ্রেণীকরণ আরো জটিল। যেমন স্পাইরাল গ্যালাক্সির স্পাইরাল আর্ম থেকে বোঝা সম্ভব গ্যালাক্সিটি সম্পর্কে। তবে এই গ্যালাক্সিটি কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় তা শেষ হয়েছে তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, যে ব্যাপারটা বেশ অদ্ভুত ও রহস্যজনক।

আরো পড়ুন-মঙ্গলের বুকে কেমন চলছে চিনের Mars Rover Zhurong-এর অভিযান

মার্কিন স্পেস এজেন্সি নাসা আরো জানিয়েছে প্রতিটি গ্যালাক্সি কখনো থেমে থাকে না। এদের একটি নির্দিষ্ট গতি আছে। আর তাই এই ধরনের গ্যালাক্সির শ্রেণীকরণ করতে তাদের উপরে অনেক সময় ধরে নজর রাখা প্রয়োজন। তবে নতুন গ্যালাক্সির এমন অদ্ভুত গঠন কিভাবে তৈরি হলো তা এখনও বিজ্ঞানীদের কাছে স্পষ্ট নয়। ছবিটির মাঝখানে রয়েছে স্পাইরাল গ্যালাক্সি NGC 4680। একটি সুপার নোভা এক্সপ্লোশন SN 1997bp এর অংশ ছিল এই গ্যালাক্সি। মার্কিন স্পেস এজেন্সি ১৯৯৭ সাল থেকে এই গ্যালাক্সির ওপরে নজর রেখে চলেছে।

Previous articleWTC ফাইনাল: ঘোষিত হল ১৫ জন সদস্যের ভারতীয় দল
Next articleদেখুন শ্রেয়া ঘোষালের ছেলের প্রথম ছবি। কি নাম রাখলেন?
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply