WTC ফাইনাল: ঘোষিত হল ১৫ জন সদস্যের ভারতীয় দল

WTC ফাইনাল: ঘোষিত হল ১৫ জন সদস্যের ভারতীয় দল

মঙ্গলবার ১৫ জুন ঘোষণা করা হলো ১৫ জন সদস্যের ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার জন্য। আগেই ঘোষণা করা হয়েছে নিউজিল্যান্ডের দল, এবার দেখে নেওয়া যাক কেমন হলো ভারতীয় দল, কাদেরকেই বা বাদ দেওয়া হলো। ১৮ জুন শুরু হতে চলেছে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, যেখানে মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ২০২১ ভারতীয় দল
PicsArt 06 15 08.58.05 copy 1024x1024
Indian squad for WTC final 2021

রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিংক্যা রাহানে, হনুমা বিহারী, ঋষভ পান্ত (উইকেটকিপার), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবি আশ্বিন, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শমী, উমেশ যাদব এবং মোহাম্মদ সিরাজ।

আরো পড়ুন- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পুরস্কার মূল্য কত? দেখে নিন

প্রসঙ্গত ইংল্যান্ডে ভারতীয় দল ২০ জন সদস্য নিয়ে গেছিল যেখানে ৫ জন খেলোয়ার কে বাদ দেওয়া হয়েছে মায়ানক আগারওয়াল, কে এল রাহুল, শারদুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল। সুতরাং খুব স্পষ্ট বোঝা যাচ্ছে প্রথম একাদশ কি হতে চলেছে।

Previous articleবাবা-মাকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় ভেঙে পড়লেন ভুবন বাম
Next articleএকসঙ্গে তিনটি ছায়াপথের মনমুগ্ধকর ছবি শেয়ার করল নাসা, দেখেনিন সেই ছবি
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply