NCL নিয়োগ 2023: টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট নার্স, আবেদন করুন

NCL নিয়োগ 2023: নিবেলি লিগনাইট কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে ল্যাব টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট, নার্সিং ইত্যাদি পদে নিয়োগ করা হবে। যারা এই নিয়োগে আবেদন করতে আগ্রহী তারা শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, নির্বাচন প্রক্রিয়া ও কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিষয় এই নিবন্ধে বিশদে পড়ে অনলাইনে আবেদন করতে পারেন। অফিসিয়াল বিজ্ঞপ্তি ও অনলাইন আবেদন লিংক আপনারা এই পোষ্টের নিচে পেয়ে যাবেন।

নিয়োগNCL
বিভাগসরকারি সংস্থা
পোস্টটেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট, নার্সিং
শূন্যপদ103
আবেদন পদ্ধতিঅনলাইন
স্থাননিবেলি
শেষ তারিখ01-06-2023
ওয়েবসাইটnclindia.in

NCL নিয়োগ 2023: তারিখ

BEML নিয়োগতারিখ
আবেদন শুরু12-05-2023
আবেদন শেষ01-06-2023

NCL নিয়োগ 2023: শূন্যপদের বিবরণ

পদশূন্যপদ
নার্স20
ইমারজেন্সি কেয়ার টেকনিশিয়ান05
ফিজিওথেরাপিস্ট02
ডাইলাসিস টেকনিশিয়ান02
ল্যাব টেকনিশিয়ান04
রেডিওগ্রাফার03
পঞ্চকর্মা04
অ্যাসিস্ট্যান্ট05
মহিলা নার্সিং অ্যাসিস্ট্যান্ট22
পুরুষ নার্সিং অ্যাসিস্ট্যান্ট36
মোট103

NCL নিয়োগ 2023: শিক্ষাগত যোগ্যতা

Dgnm, B.sc, BPT, MPT, DNT এছাড়া নার্সিং অ্যাসিস্ট্যান্ট কোর্স ইত্যাদি সম্পূর্ণ করে থাকতে হবে। এছাড়া শিক্ষাগত যোগ্যতার বিষয় বিশদে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

NCL নিয়োগ 2023: বয়স

18 থেকে 55 বছর পর্যন্ত বয়স হতে হবে।

NCL নিয়োগ 2023: বেতন

পদশূন্যপদ
নার্স25,000
ইমারজেন্সি কেয়ার টেকনিশিয়ান25,000
ফিজিওথেরাপিস্ট25,000
ডাইলাসিস টেকনিশিয়ান25,000
ল্যাব টেকনিশিয়ান34,000
রেডিওগ্রাফার34,000
পঞ্চকর্মা34,000
অ্যাসিস্ট্যান্ট34,000
মহিলা নার্সিং অ্যাসিস্ট্যান্ট36,000
পুরুষ নার্সিং অ্যাসিস্ট্যান্ট36,000

NCL নিয়োগ 2023: নিয়োগ প্রক্রিয়া

  • লিখিত পরীক্ষা
  • ইন্টারভিউ

NCL নিয়োগ 2023: আবেদন মূল্য

  • জেনারেল ওবিসি- 486 টাকা
  • তপশিলি জাতি, উপজাতি, PWD- 236

কিভাবে আবেদন করতে হবে ?

  • অনলাইনে আবেদন করার জন্য প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে nclindia.in।
  • এরপর আপনাকে কেরিয়ার অপশনে যেতে হবে।
  • সেখান থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তির উপর ক্লিক করবেন।
  • মোবাইল নাম্বার ও ইমেল আইডির মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন।
  • এরপর এপ্লিকেশন আইডি পাসওয়ার্ড এর মাধ্যমে লগইন করে ফর্মটি সম্পূর্ণ করবেন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করবেন।
  • অনলাইনে আবেদন মূল্য প্রদান করবেন নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে।
  • ফর্মটি একবার সম্পূর্ণ রিভিউ করে নিয়ে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন।
  • সবার শেষে ফর্মের একটি প্রিন্ট কপি নিজের কাছে রেখে দেবেন যা পরবর্তীকালে কাজে লাগবে।

অনলাইন আবেদনCLICK HERE
নোটিফিকেশনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE

মন্তব্য করুন