স্টাফ সিলেকশন কমিশন নিয়োগ 1600 পোস্ট, দেখুন বিস্তারিত

স্টাফ সিলেকশন কমিশন নিয়োগ: স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সাম বা CHSL বিভাগে নিয়োগ হতে চলেছে। অনলাইনে আবেদন করতে হবে 8 জুন 2023 তারিখের পূর্বে, শিক্ষাগত যোগ্যতা দেখে যারা যোগ্য প্রার্থী তারা সরাসরি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। অফিসিয়াল নোটিফিকেশন, অনলাইন আবেদন লিংক এই পোস্টের নিচে পেয়ে যাবেন। এছাড়া শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করতে হবে, বয়স, বেতন, নির্বাচন প্রক্রিয়া ইত্যাদি জানার জন্য এই নিবন্ধটি পড়ুন।

নিয়োগSSC CHSL
বিভাগসরকারি চাকরি
পোস্টবিভিন্ন ধরনের
শূন্যপদ1600
আবেদন পদ্ধতিঅনলাইন
স্থানসারা ভারত
শেষ তারিখ8 জুন 2023
ওয়েবসাইটssc.nic.in

স্টাফ সিলেকশন কমিশন নিয়োগ: তারিখ

BEML নিয়োগতারিখ
আবেদন শুরু09-05-2023
আবেদন শেষ08-06-2023
কম্পিউটার বেস CBT পরীক্ষাআগস্ট 2023
দ্বিতীয় পরীক্ষাপরে জানিয়ে দেয়া হবে

স্টাফ সিলেকশন কমিশন নিয়োগ: শূন্যপদের বিবরণ

  • লোয়ার ডিভিশন ক্লার্ক, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এছাড়া আরো অনেক।
  • মোট 1600 পদে নিয়োগ হতে চলেছে, যার বিস্তারিত বিবরণ আপনারা অফিসিয়াল নোটিফিকেশনে পেয়ে যাবেন।

স্টাফ সিলেকশন কমিশন নিয়োগ: শিক্ষাগত যোগ্যতা

12 ক্লাস পাস করে থাকতে হবে।

স্টাফ সিলেকশন কমিশন নিয়োগ: বয়স

  • 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে।
  • আবেদনকারী কে 02/08/1996 তারিখ থেকে 01/08/2005 তারিখের মধ্যে জন্মগ্রহণ করে থাকতে হবে।
  • এছাড়া জাতিগতভাবে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাওয়া যাবে SC, ST 5 বছর, OBC 3 বছরের ছাড় পাবে।

স্টাফ সিলেকশন কমিশন নিয়োগ: বেতন

লোয়ার ডিভিশন ক্লার্ক19,900 থেকে 63,200
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট19,900 থেকে 63,200
ডেটা এন্ট্রি অপারেটর25,500 থেকে 92,300
ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড A 25,500 থেকে 81,100

স্টাফ সিলেকশন কমিশন নিয়োগ: নিয়োগ প্রক্রিয়া

  • কম্পিউটার বেস পরীক্ষা CBT-1
  • দ্বিতীয় পরীক্ষা CBT-2

স্টাফ সিলেকশন কমিশন নিয়োগ: আবেদন মূল্য

  • জেনারেল, ওবিসি- 100 টাকা
  • SC, ST, PWD, Women- কোন আবেদন মূল্য দিতে হবে না।

কিভাবে আবেদন করতে হবে ?

  • অনলাইনে আমদান করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ssc.nic.in।
  • প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইল নাম্বার ইমেল আইডির মাধ্যমে।
  • এরপর আপনি অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড পেয়ে যাবেন।
  • এই আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • যদি আপনি পূর্বে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে থাকেন তবে সরাসরি লগইন করতে পারবেন।
  • এবার সামনে আসা ফর্মটি সঠিক তথ্য দ্বারা সম্পন্ন করবেন এবং পরবর্তী পেজে যাবেন।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে।
  • নিজের ছবি ও সিগনেচার স্ক্যান কপি আপলোড করতে হবে।
  • এরপর আপনাকে ফর্মের আবেদন মূল্য দিতে হবে অনলাইনে।
  • সবার শেষে ফর্মটি একবার রিভিউ করে নিয়ে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন।
  • সাবমিট হয়ে গেলে ফরমের একটি প্রিন্ট কপি নিজের কাছে রেখে দেবেন।
  • অবশ্যই মনে রাখবেন আবেদন মূল্য একবার দেওয়া হয়ে গেলে রিফান্ড পাওয়া যাবে না।

অনলাইন আবেদনCLICK HERE
নোটিফিকেশনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE


Leave a Reply