পাঞ্জাব কিংস খেলোয়াড় তালিকা 2023

পাঞ্জাব কিংস খেলোয়াড় তালিকা 2023

পাঞ্জাব কিংস খেলোয়াড় তালিকা 2023: পাঞ্জাব আইপিএলের একটি পুরনো দল কিন্তু এখনো পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজি একটিও আইপিএল খেতাব জয়লাভ করতে পারেনি। এ বছর 2023 আইপিএলে পাঞ্জাব কিংস এর অধিনায়ক হয়েছেন শিখর ধাওয়ান। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক ২০২৩ আইপিএল নিলামে পাঞ্জাব কিংস খেলোয়াড় তালিকা, রিটেল করা ক্রিকেটার ও রিলিজ করা ক্রিকেটারদের তালিকা।

এ বছর আইপিএলের মিনি নিলামে পাঞ্জাব কিংস রেকর্ড অর্থ ব্যয় করে ইংল্যান্ড অলরাউন্ডার স্যাম কারেনকে নিজেদের দলে নিয়েছেন, ১৮.৫ কোটি টাকা দিয়ে। আপনাদের জানার জন্য বলে রাখি, স্যাম কারেন কে এই অর্থ দিয়ে কেনার ফলে তিনি এখন আইপিএল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ক্রিকেটার হয়ে উঠেছেন। এরপরে নিলামে রেকর্ড রয়েছে ১৬.২৫ কোটি টাকা দিয়ে ক্রিস মরিস কে কিনেছিল রাজস্থান রয়েলস ২০২১ সালে।

পাঞ্জাব কিংস: গুরুত্বপূর্ণ তথ্য

টুর্নামেন্টআইপিএল
দলপাঞ্জাব কিংস
মালিকKPH ড্রিম টিকেট
অধিনায়কশিখর ধাওয়ান
কোচট্রেভর বেলিস
স্টেডিয়ামমোহালি ক্রিকেট স্টেডিয়াম
শহরমোহালি, পাঞ্জাব

পাঞ্জাব কিংস খেলোয়াড় তালিকা 2023

  1. শিখর ধাওয়ান (অধিনায়ক)
  2. ভানুকা রাজাপাকসে
  3. শাহরুখ খান
  4. হরপ্রীত ভাটিয়া
  5. ঋষি ধাওয়ান
  6. লিয়াম লিভিংস্টোন
  7. অথর্ব তাইদে
  8. রাজ বাওয়া
  9. স্যাম কুরান
  10. সিকান্দার রাজা
  11. মোহিত রাঠে
  12. জনি বেয়ারস্টো
  13. জিতেশ শর্মা
  14. প্রভসিমরন সিং
  15. হরপ্রীত ব্রার
  16. রাহুল চাহার
  17. বালতেজ সিং
  18. নাথান এলিস
  19. কাগিসো রাবাদা
  20. আরশদীপ সিং

রিলিজ করা পাঞ্জাব কিংস খেলোয়াড় তালিকা

  1. মায়াঙ্ক আগরওয়াল
  2. ওডিয়ান স্মিথ
  3. বৈভব অরোরা
  4. বেনি হাওয়েল
  5. ইশান পোরেল
  6. আনশ প্যাটেল
  7. পারেক মানকদ
  8. সন্দীপ শর্মা
  9. রিটিক চ্যাটার্জি

রিটেন করা পাঞ্জাব কিংস খেলোয়াড় তালিকা

  1. শিখর ধাওয়ান
  2. জনি বেয়ারস্টো
  3. অংশ প্যাটেল
  4. হরপ্রীত ব্রার
  5. ভানুকা রাজাপাকসে
  6. ঋষি ধাওয়ান
  7. ইশান পোড়েল
  8. নাথান এলিস
  9. জিতেশ শর্মা
  10. প্রভসিমরন সিং
  11. সন্দীপ শর্মা
  12. বেনি হাওয়েল
  13. লিয়াম লিভিংস্টোন
  14. আরশদীপ সিং
  15. কাগিসো রাবাদা
  16. রাহুল চাহার
Previous articleগুজরাট টাইটান্স VS চেন্নাই সুপার কিংস ১ম ম্যাচ- হাইলাইটস
Next articleকলকাতা বনাম পাঞ্জাব ম্যাচ হাইলাইটস ২০২৩
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply