ব্যাঙ্গালোর বনাম দিল্লি ম্যাচ হাইলাইটস- ভিডিও

ব্যাঙ্গালোর বনাম দিল্লি ম্যাচ হাইলাইটস- ভিডিও

ব্যাঙ্গালোর বনাম দিল্লি ম্যাচ হাইলাইটস: আইপিএলের ২০ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লী ক্যাপিটালস। টসে জিতে দিল্লি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এরপর প্রথমে ব্যাট করতে এসে RCB ১৭৪ রান করে ২০ ওভারে। বিরাট কোহলি ৩৪ বলে ৫০ রান করে, এছাড়া ডুপ্লেসি ২২(১৬), গ্লেন ম্যাক্সওয়েল ২৪(১৪), সাবাস আহমেদ ২০(১২)। জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস ৩০ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় এবং শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৫১ রান করতে সক্ষম হয় তারা। দিল্লির হয়ে মনিশ পান্ডে ৩৮ বলে ৫০ রান করে।

ব্যাঙ্গালোর বনাম দিল্লি ম্যাচ হাইলাইটস

ম্যাচব্যাঙ্গালোর বনাম দিল্লি
ম্যাচ নং২০ তম ম্যাচ
টসটসে জিতে দিল্লি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়
তারিখ১১ এপ্রিল ২০২৩
সময়৩.৩০
স্টেডিয়ামব্যাঙ্গালোর ক্রিকেট স্টেডিয়াম

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একাদশ

বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস (সি), মহিপাল লোমর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, হর্ষাল প্যাটেল, ওয়েন পার্নেল, মোহাম্মদ সিরাজ, বিজয় কুমার ভিশাক

দিল্লি ক্যাপিটালস একাদশ

ডেভিড ওয়ার্নার (সি), মিচেল মার্শ, যশ ধুল, মনীশ পান্ডে, অক্ষর প্যাটেল, আমান হাকিম খান, ললিত যাদব, অভিষেক পোরেল (উইকেটরক্ষক), কুলদীপ যাদব, অ্যানরিচ নর্টজে, মুস্তাফিজুর রহমান

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ইনিংস

ব্যাটসম্যানরান
কোহলি50(38)
লম্রর26(18)
বোলিংউইকেট
কুলদীপ যাদব2/23
মিচেল মার্শ2/18

দিল্লি ক্যাপিটাল ইনিংস

ব্যাটসম্যানরান
মণীশ পান্ডে50(38)
অ্যানরিচ নর্টজে23(14)
বোলিংউইকেট
বিজয়কুমার বৈশাক3/20
মোহাম্মদ সিরাজ2/23

২৩ রানের ম্যাচটি জয়লাভ করেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি

ব্যাঙ্গালোর বনাম দিল্লি ম্যাচ হাইলাইটস – RCB VS DC Full Match Highlights in bengali

Previous articleফ্রী ফায়ার রিডিম কোড আজকে 2023 – free fire redeem code today in bengali
Next articleChengiz Movie Jeet: বাঙালি সুপারস্টার জিৎ-এর মুভি ‘চেঙ্গিজ’ সম্পর্কে বিস্তারিত তথ্য
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply