সুইমিং পুলে সল্প পোশাখে পরিবারের সাথে সময় কাটালেন ঋতুপর্ণা। তুমুল ভাইরাল হল ছবি

সুইমিং পুলে সল্প পোশাখে পরিবারের সাথে সময় কাটালেন ঋতুপর্ণা। তুমুল ভাইরাল হল ছবি

বাংলা চলচ্চিত্র জগতের একজন খ্যাতনামা অভিনেত্রী হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী এই সকল প্রখ্যাত বাংলার অভিনেতাদের সময়কালীন অভিনেত্রী ছিলেন তিনি। তার অভিনয়ের দ্বারা তিনি অসংখ্য মানুষের ভালোবাসা কুড়িয়েছেন। অভিনয় জগতে তিনি এক উজ্জ্বল নক্ষত্র। তবে তিনি অভিনয়ের পাশাপাশি একজন সমাজসেবীও। 

ঋতুপর্ণা সেনগুপ্ত বিবাহ করেছেন তার ছোটবেলার বন্ধুকেই। তাদের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। ঋতুপর্ণা তার কর্মজীবন শুরু করেছিলেন 1989 সালে। প্রথম সিনেমা থেকেই তার অভিনয় মন কেড়েছে দর্শকদের। তার প্রথম অভিনীত সিনেমাটির নাম শ্বেত পাথরের থালা। এই সিনেমাটি জাতীয় পুরস্কার প্রাপ্ত। 

আরও পড়ুন – ফুলশয্যার খাটে সৌরভ-তরিতা। ভাইরাল হল ছবি

অভিনয় এর দ্বারা তিনি জিতেছেন অনেক পুরস্কার। তবে বর্তমানে তিনি নতুন অভিনেত্রীদের সঙ্গে পাল্লা দিয়ে টিকিয়ে রেখেছেন নিজের অস্তিত্ব। তার মুখে এখনো পড়েনি বয়সের ছাপ। তার অভিনয় এবং সৌন্দর্য এখনো মুগ্ধ করে দর্শকদের। 

সম্প্রতি স্যুইমস্যুটে সুইমিং পুলে পরিবারের সাথে তোলা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। তার এই ছবি মন কেড়েছে সকলের। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা বলে দেয় প্রচুর দর্শকদের প্রিয় অভিনেত্রী তিনি। মাঝে মধ্যেই তিনি হট ফটোশুট করে থাকেন। তার সৌন্দর্য মন কেড়ে নেয় প্রচুর পুরুষের। এবারও তার সুইমিং পুল থেকে ছাড়া ছবি নিমিষে ভাইরাল হয়ে যায়। 

image source – Instagram @rituparnaspeaks

ঋতুপর্ণা সেনগুপ্তর জন্ম হয় কলকাতায়। তিনি বাংলার বড় বড় অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন। তার অভিনয়ের দক্ষতা এখনও অটুট রয়েছে। তিনি বর্তমানে অভিনয়ের পাশাপাশি লেখালেখিও করেন। সম্প্রতি তার ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখা যাচ্ছে যে তিনি পরিবারের সাথে ছুটি কাটাচ্ছেন এমন একটি ছবি শেয়ার করেছেন। সম্প্রতি সুইমিং পুলে পরিবারের সাথে তোলা ছবি শেয়ার করে ‘missing the swimming pool time with my family’ লিখেছেন তিনি। 

Previous articleনারায়ন দেবনাথ, মৌমা দাস সহ বাংলার আরো পাঁচজন পেলেন পদ্মশ্রী সম্মান
Next articleদীর্ঘ প্রতীক্ষার পর ভারতে মুক্তি পেল Fau-g গেম। গেমটির প্রথম পর্বের ভিডিও শেয়ার করলেন অক্ষয় কুমার

1 COMMENT

Leave a Reply