Royal Enfield New bike launch: রয়েল এনফিল্ড-এর নতুন ক্রুজার বাইক, টক্কর দেবে এভেঞ্জারকে

Royal Enfield New bike launch: সম্প্রতি ভারতের বাজারে অ্যাভেঞ্জারের মত গাড়িকে টক্কর দিতে রয়েল এনফিল্ড নতুন একটি গাড়ি লঞ্চ করেছে গত ১০ই জানুয়ারি। রয়েল এনফিল্ড-এর নতুন এই মডেলটির নাম সুপার মীটিয়র ৬৫০ (Super Meteor 650)।

অবশেষে গত ১০ জানুয়ারি ভারতের অন্যতম বাইক কোম্পানি রয়েল এনফিল্ড তাদের নতুন প্রিমিয়াম ক্রসার বাইক লঞ্চ করেছে। রয়েল এনফিল্ড এর নতুন এই বাইকটির নাম দেওয়া হয়েছে সুপার মিটিয়র ৬৫০। নতুন এই বাইকটির স্পেসিফিকেশন সম্পর্কে চলুন জেনে নেয়া যাক।।

রয়েল এনফিল্ড প্রিমিয়াম ক্রুজার বাইক হল এই সুপার মিটিয়র ৬৫০। ৬৫০ সিসির এই বাইকটিতে থাকছে রয়েল এনফিল্ড এর পুরনো ইন্টারসেপটর ৬৫০ এবং কন্টিনেন্টাল ৬৫০-এর মতোই ক্ষমতা। ৭,২৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৪৬bhp এবং ৫,৬৫০ আরপিএম-এ ৫২.৩ ন্যানোমিটার টর্ক উৎপাদন করতে পারে এই বাইকটি। উচ্চ গতির জন্য রয়েছে ছয়টি গিয়ার বক্স।

রয়েল এনফিল্ড-এর নতুন এই বাইকটি টেক্কা দেবে অ্যাভেঞ্জারের মতো গাড়ি গুলিকে। ক্রসার বাইক সেগমেন্টে সবচেয়ে প্রিমিয়াম বাইক হতে চলেছে এটি। এই বাইকের সাসপেনশনের জন্য সামনের চাকায় ব্যবহার করা হয়েছে ৪৩ মিলিমিটার ইউএসডি টেলিস্কোপিক ফর্ক এবং পিছনের জন্য চাকার জন্য রয়েছে প্রিলোড অ্যাডজাস্টেবল স্প্রিং সাসপেনশন। এছাড়া রয়েছে এলইডি হেডলাইট ও টেললাইট, ইউএসবি চার্জিং পোর্ট, ব্লুটুথ কানেক্ট এবং টিউবুলার ফ্রেম। অনেক দূর ট্রাভেল করার জন্য এটাতে দেওয়া থাকছে ১৫.৭ লিটারে টিআর ড্রপ ফুয়েল ট্যাঙ্ক।

আরো পড়ুন -TVS Metro Plus 110: বাংলাদেশের লঞ্চ হল TVS এর নতুন ১১০ সিসি বাইক

রয়েল এনফিল্ড-এর নতুন এই মডেলটি বেশ আকর্ষণীয় একটি ক্রুসার বাইক। বিভিন্ন কালার অপশনও পেয়ে যাবেন বাইকটির সাথে, মোট তিনটি রঙের বাইকটি এখনো পর্যন্ত বাজারে লঞ্চ করা হয়েছে যার মধ্যে রয়েছে নীল, কালো এবং সবুজ।

“Royal Enfield New bike launch: রয়েল এনফিল্ড-এর নতুন ক্রুজার বাইক, টক্কর দেবে এভেঞ্জারকে”-এ 1-টি মন্তব্য

Leave a Reply