SAIL IISCO নিয়োগ 2023, অ্যাপ্রেন্টিস, শূন্যপদ 239

SAIL IISCO নিয়োগ 2023: ভারতের স্টিল অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে ২৩৯ অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য সুখবর, দুর্গাপুর স্টিল প্লান্ট যা IISCO নামে পরিচিত, নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে আবেদন আপনাকে ২৯ এপ্রিল ২০২৩ তারিখের পূর্বে করতে হবে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য শূন্য পদের বিস্তারিত বিবরণ, যোগ্যতা বয়স, বেতন সম্পর্কিত খবর জানতে এই নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন। এছাড়া কিভাবে আবেদন করতে হবে, অফিসিয়াল নোটিফিকেশন আপনারা এই পোস্টে পেয়ে যাবেন।

SAIL IISCO নিয়োগ 2023

নিয়োগSAIL IISCO
পোস্টঅ্যাপ্রেন্টিস
শূন্যপদ239
আবেদন পদ্ধতিঅনলাইন
স্থানদুর্গাপুর
শেষ তারিখ29/04/2023
ওয়েবসাইটsail.co.in

SAIL IISCO নিয়োগ 2023: তারিখ

KMC নিয়োগতারিখ
আবেদন শুরু17-04-2023
আবেদন শেষ29-04-2023

SAIL IISCO নিয়োগ: শূন্যপদের বিবরণ

মোট 239 টি পদে নিয়োগ হতে চলেছে, টেকনিক্যাল ছাত্রছাত্রী যারা আইটিআই পাস করেছেন তারা এই পোস্টে আবেদন করতে পারেন।

No.আইটিআই ট্রেডশূন্যপদ
1ইলেকট্রিশিয়ান65
2ফিটার57
3রিগার18
4টার্নার12
5Machinist15
6ওয়েল্ডার32
7কম্পিউটার/আইসিটিএসএম6
8রেফ. এবং এসি16
9মেকানিক-মোটর ভেহিকেল05
10প্লাম্বার6
11ড্রাফটসম্যান7
মোট239

SAIL IISCO নিয়োগ: শিক্ষাগত যোগ্যতা

  • আবেদনকারী কে অবশ্যই আইটিআই পাস করে থাকতে হবে।
  • মনে রাখবেন ২০২০ সাল ও তার পরে যারা আইটিআই পাস করেছেন তারা শুধুমাত্র এই পোস্টে আবেদন করতে পারবেন।
  • আবেদনকারী যদি অন্য কোন কোম্পানিতে কাজ করে থাকেন তবে এই পোস্টে আবেদন করতে পারবেন না

SAIL IISCO নিয়োগ 2023: বয়স

এই নিয়োগে আবেদনকারীর বয়স 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে।

SAIL IISCO নিয়োগ 2023: বেতন

এই পোস্টের স্টাইপেন্ড রূপে প্রত্যেক মাসে 7000 থেকে 7700 টাকা পাওয়া যাবে।

SAIL IISCO নিয়োগ 2023: নিয়োগ প্রক্রিয়া

প্রার্থী নিয়োগ হবে সম্পূর্ণ মেরিট লিস্ট এর উপর নির্ভর করে।
যতগুলি আবেদন পত্র জমা পরবে তাদের মধ্যে মেরিট লিস্ট তৈরি করা হবে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।

SAIL IISCO নিয়োগ 2023: আবেদন মূল্য

এই নিয়োগে কোন আবেদন মূল্য লাগবে না।

কিভাবে আবেদন করবেন ?

  • প্রত্যেক আবেদনকারীকে অনুরোধ করা হচ্ছে আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিফিকেশন একবার অবশ্যই দেখে নেবেন যা এই পোস্টের নিচে দেওয়া আছে।
  • প্রথমে আবেদনকারী কে NAPS ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে, apprenticeshipindia.gov.in।
  • যদি আপনি রেজিস্টার না করে থাকেন তাহলে আপনাকে রেজিস্টার করতে হবে প্রথমে।
  • এর জন্য আপনার ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকা বাধ্যতামূলক।
  • রেজিস্টার হয়ে গেলে আপনি ইউজার আইডি ও পাসওয়ার্ড পেয়ে যাবেন।
  • এরপর লগইন করবেন এবং হোমপেজে apprentice opportunities অপশনে ক্লিক করবেন।
  • এরপর সেখানে SAIL IISCO স্টিল প্লান্ট বানপুর অপশনে যাবেন।
  • এরপর সেখান থেকে Apply অপশনে ক্লিক করবেন।
  • এবার ফর্ম টি সম্পূর্ণ সঠিক তথ্য দ্বারা সম্পন্ন করবেন।
  • এরপর আপনাকে আপনার প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
  • আপনার ফটো, সিগনেচার, সার্টিফিকেট ফর্মে দেওয়া, ফরম্যাট ও সাইজে তৈরি করে আপলোড করতে হবে।
  • ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার পূর্বে ফর্মটি একবার সম্পূর্ণ যাচাই করে নেবেন।
  • সাবমিট হয়ে গেলে ফর্মটির একটি প্রিন্ট কপি নিজের কাছে রেখে দেবেন।
নোটিফিকেশনCLICK HERE
অনলাইনে আবেদনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE

মন্তব্য করুন