অবশেষে স্যামসাং গ্যালাক্সি নতুন একটি স্মার্টফোন ভারতের বাজারে আসতে চলেছে আগামী ২৩ জুলাই। এই স্মার্টফোনটির লঞ্চ নিয়ে আগে যথেষ্ট বিপত্তি তৈরি হলেও অবশেষে ভারতের বাজারে লঞ্চ করা হবে Samsung Galaxy A22। ওয়াটার ড্রপ নচ, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এর সাথে ফাইভ-জি কানেক্টিভিটি থাকছে এই ফোনে। দুর্দান্ত এই স্মার্টফোনটি ১২৮ জিবি স্টোরেজের সাথে পাওয়া যাবে। স্যামসাং ইন্ডিয়ার তরফ থেকে গত ২১ জুলাই ফোনটির লঞ্চ-এর তারিখ ঘোষণা করা হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এ২২ ফোনের দাম ও ফিচার:
স্যামসাং গ্যালাক্সি এ২২ স্মার্টফোনটি মোট দুটি কনফিগারেশনের সাথে বাজারে লঞ্চ করা হবে।
- ৬ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজ বিশিষ্ট ফোনটির দাম হবে ১৯,৯৯৯ টাকা।
- অন্যদিকে ১২৮ জিবি স্টোরেজ ৮ জিবি RAM কনফিগারেশনের সাথে ফোনটির দাম হবে ২১,৯৯৯ টাকা।
- মোট ৪ টি রঙে স্মার্টফোনটি কিনতে পারবেন আপনি, যেগুলো ধূসর, সাদা, মিন্ট ও বেগুনি।
Gear up for lag-free, real-time gaming on 5G.
— Samsung India (@SamsungIndia) July 21, 2021
11 band 5G network support of #GalaxyA225G will guarantee uninterrupted 5G access. Just 2 days to go. Stay Tuned. #Samsung pic.twitter.com/fhw9cU1uap
এবারে চলে আসা যাক স্যামসাং গ্যালাক্সি এ২২ এর ফিচার সম্পর্কে।
- স্মার্টফোনটিতে থাকছে ৫০০০mAh ব্যাটারি এবং ১৫W চার্জিং সাপোর্ট। ফোনটির ওজোন হবে ২০৩ গ্রামের কাছাকাছি।
- স্যামসাং গ্যালাক্সি এ২২ স্মার্টফোনে MediaTek Dimensity 700 এর octa-core প্রসেসর ব্যবহার করা হয়েছে।
- এই ফোনে থাকছে তিনটি রিয়ার ক্যামেরা। মেইন ক্যামেরাটি হতে চলেছে ৪৮ মেগাপিক্সেলের, অন্যদিকে ৫ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড শুটার এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ক্যামেরা থাকবে। এছাড়াও সেলফির জন্য থাকছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
- ফোনটির অনবোর্ড স্টোরেজ ১২৮ জিবি, তবে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে সেটি ১TB পর্যন্ত বাড়ানো যাবে।
- স্যামসাংয়ের নতুন এই স্মার্টফোনটি হবে সম্পূর্ণ ৫G, তবে ৪G LTE পরিষেবাও থাকবে। এছাড়া থাকছে ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস এবং type-c ইউএসবি পোর্ট।
আরো পড়ুন-ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy M21 2021 Edition, জানুন বিস্তারিত
- স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হয়েছে।
[…] আরো পড়ুন- ২৩ জুলাই ভারতের বাজারে লঞ্চ… […]
[…] আরো পড়ুন-২৩ জুলাই ভারতের বাজারে লঞ্চ … […]
[…] আরো পড়ুন-২৩ জুলাই ভারতের বাজারে লঞ্চ … […]