ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy M21 2021 Edition, জানুন বিস্তারিত

বিশ্বব্যাপী মোবাইল সংস্থা গুলির মধ্যে স্যামসাং একটি জনপ্রিয় নাম। আর এই সংস্থার তরফ থেকেই নতুন একটি স্মার্টফোন ভারতের বাজারে আসতে চলেছে আগামী ২১ জুলাই। স্যামসাং এর যে মডেলটি ভারতের বাজারে আসবে সেটির নাম স্যামসাং গ্যালাক্সি এম২১ ২০২১ এডিশন। স্মার্টফোনটির একটি টিজার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে অ্যামাজনের ওয়েবসাইটে। অ্যামাজনে প্রকাশ পেয়েছে ফোনটির ক্যামেরা এবং ফিচার সম্পর্কে। এই স্মার্টফোনটি গতবছর লঞ্চ হওয়া স্যামসাং এর এম২১ এর আপডেটেড ভার্সন। এই স্মার্টফোনে থাকছে তিনটি রিয়ার ক্যামেরা, ৬০০০mAh ব্যাটারি এবং অত্যাধুনিক ডিসপ্লে। মোট দুটি রঙে ভারতের বাজারে লঞ্চ করা হবে স্যামসাং গ্যালাক্সি এম২১ ২০২১ এডিশন।

স্যামসাংয়ের নতুন এই স্মার্টফোনটি লঞ্চ করা হবে অ্যামাজনে আগামী ২১ জুলাই দুপুর ১২ টায়। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী আগামী ২৬শে জুলাই শুরু হতে চলেছে অ্যামাজন প্রাইম ডে সেল। আর এই সেলের মাধ্যমে কেনা যাবে নতুন এই স্মার্টফোনটি। HDFC ব্যাংক এর মাধ্যমে স্মার্টফোনটি কিনলে পাবেন অতিরিক্ত ১০% ছাড়। স্মার্টফোনটি সম্পর্কে এবার বিস্তারিত জেনে নেওয়া যাক।

স্যামসাং গ্যালাক্সি এম২১ ২০২১ এডিশন ফিচার:
  • স্যামসাংয়ের নতুন এই স্মার্টফোনটির ব্যাটারি হতে চলেছে ৬০০০mAh এর।
  • আমরা সকলেই জানি স্যামসাং তাদের ডিসপ্লের জন্য বেশি জনপ্রিয়। আর এক্ষেত্রেও তার কোনো ঘাটতি হয়নি। ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ইনফিনিটি ইউ ডিসপ্লে থাকছে এই স্মার্টফোনটির সাথে।
  • স্মার্টফোনের ৪৮ মেগাপিক্সেল রেয়ার মেইন ক্যামেরায় স্যামসাং এর ISOCELL GM2 সেন্সর থাকতে পারে।
  • স্যামসাং গ্যালাক্সি এম২১ ২০২১ এডিশনে থাকছে তিনটি রেয়ার ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরাটি হতে চলেছে ৪৮ মেগাপিক্সেল এর। সাথেই থাকছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ক্যামেরা। যদিও গত বছর লঞ্চ স্যামসাং গ্যালাক্সি এম২১ স্মার্টফোনেও এই দুই সেন্সর ছিল।

আরো পড়ুন-Oneplus Nord 2: ভারতে লঞ্চ হবে ২২ জুলাই, জানুন দাম, স্পেসিফিকেশন ও অন্যান্য

  • ভারতের বাজারে স্মার্টফোনটি দুটি লঞ্চ করা হবে দুটি রঙে। একটি হলো আর্কটিক ব্লু এবং অপরটি চারকোল ব্ল্যাক।

“ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy M21 2021 Edition, জানুন বিস্তারিত”-এ 3-টি মন্তব্য

মন্তব্য করুন