Bijoya Dashami Wishes, শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা: শুভ বিজয়া দশমী, কথাটা আমরা সব সময় বলি না কিন্তু যখন বলা হয় তখন আমরা আমাদের গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে থাকে। প্রথমত বাঙালিরা এই শুভেচ্ছা বার্তা সবাইকে দিয়ে থাকে দুর্গাপূজার সময়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব হল দুর্গোৎসব আর এই দুর্গা উৎসবে শেষের দিন কে বলা হয় বিজয়া দশমী। এই দিন মা দুর্গাকে বিসর্জন দেওয়া হয় এবং বিজয়া দশমীর শুভেচ্ছা একে অপরকে দিয়ে আলিঙ্গন করা হয়। আজ আমরা এই নিবন্ধে শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা, Bijoya Dashami Wishes, Subho Bijoya Dashami Wishes pic ইত্যাদি শুভেচ্ছা বার্তা ও তার ছবি বিস্তারিত দেওয়া হলো।
হিন্দু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, এই উৎসবের জন্য বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে। ভারতের বিশেষত পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা জেলাতে এই উৎসব প্রধানত পালিত হয় এছাড়া বাংলাদেশের হিন্দু এলাকা গুলিতে কিছু কিছু জায়গায় এই উৎসব পালন করা হয়। বহু যুগ ধরে এই দুর্গোৎসব বা দুর্গাপূজা আয়োজিত হয়ে আসছে। দুর্গাপূজা কিভাবে শুরু হলো তার ইতিহাস সম্বন্ধে জানতে আপনি এই নিবন্ধটি পড়তে পারেন। ২০২৩ সালে দুর্গাপূজা আয়োজিত হবে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত। এ বছর দুর্গাপূজার ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত সময়সূচী তারিখ জানার জন্য এই নিবন্ধটি পড়তে পারেন।
Bijoya Dashami Wishes আমরা প্রধানত দুর্গাপূজায় বিজয়া দশমীর দিন ও তার পরবর্তী কিছু দিনগুলিতে আমরা সবাইকে মোবাইলে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে থাকি। এছাড়া সামনাসামনি কারো সঙ্গে দেখা হলে তাদেরকে আমরা শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা দিই এবং পরিবারের মঙ্গল কামনা করি। নিচে আপনারা Subho Bijoya Dashami Wishes সম্পূর্ণ বাংলা ভাষাতে পেয়ে যাবেন ও তার ছবি আপনারা ডাউনলোড করতে পারবেন।
শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা
Subho Bijoya Dashami Wishes in Bengali

মা যে আমার চলে গেল
মা কে আবার আসতে বলো
সুখ দুঃখ মিলেমিশে
শুভ বিজয়া জানাই সবাইকে

শুভ বিজয়া দশমীর প্রীতি
শুভেচ্ছা ও অভিনন্দন।
উৎসবের দিনগুলি কাটুক সুখে,
উৎসবের শেষ হোক মিষ্টি মুখে

শেষ হলো সিঁদুর খেলা
মা এর এলো যাবার বেলা
প্রীতি শুভেচ্ছা রইল তবে
আসছে বছর আবার হবে

বাজে ঢোল বাজে ঢাক,
শুনে সবার লাগে তাক
বিসর্জনে সবাই যাবে,
হাসি কান্না দুই পাবে।
সুখ দুঃখ মিলে মিশে,
শুভ বিজয়া জানাই শেষে

ঢাকের কাঠি বিদায় সুরে
উদাস করে মন
চললেন মা মহামায়া
আজকে বিসর্জন
-শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা

ঢাকের কাঠির মিষ্টি রেষ
পূজো এবার হল শেষ,
নতুন আশায় বাধি বুক
সবার ইচ্ছে পুরন হোক,
আসছে বছর আবার হবে
কে জানে কে কোথায় রবে,
-শুভ বিজয়া দশমী

ঢাকের আওয়াজ মিলিয়ে গেল
পুজো হলো সেশ
প্রানে তোমার জাগিয়ে রেখো
এই খুশির রেশ
-শুভ বিজয়া দশমী

পাঞ্জাবিটা রইলো এবার,
শাড়িও রেখে দিস
বছর বছর আবার হবে,
এটাই ভেবে নিস
-শুভ বিজয়া দশমী

পুজো মানে নীল আকাশে
সাদা মেঘের ভেলা
পুজো মানে হারিয়ে যাওয়া
প্রেমের ফিরে আসা
পুজো মানে নতুন করে
আবার ভালোবাসা।
-শুভ বিজয়া দশমী
শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা

ঢাকের উপর পড়ল কাঠি
পুজোতে হলো মাতামাতি,
আজ মায়ের ফেরার পালা
জানাই শুভেচ্ছা এই-বেলা,
-শুভ বিজয়া

উত্সবের আজ শেষ বেলা
শুরু হবে সিঁদুর খেলা
মনের মাঝে মা কে রেখে
বিদায়ের সুর বাজবে ঢাকে
এটা আমাদের নতুন ধারা whatsapp-এ বিজয়া সারা।

ঢাক-কুরা-কুর বাজে ঢাক
কৈলাস যে দিলো ডাক,
শুরু হবে সিঁদুর খেলা
দেবির যে আজ যাওয়ার পালা,
বোধন থেকে বিসর্জন
ভালো রেখো মা সবার মন,
-শুভ বিজয়া

বহু স্বপ্ন পূরণ করে
মা চলে যান কোন সুদূরে
মা-এর আসা, মা-এর যাওয়া
নতুন খুশির নতুন হাওয়া
দুক্ষ করে লাভ কি তবে
আসছে বছর আবার হবে
– বলো দুগ্গা মাঈকী জয়

সুখের স্মৃতি রেখো মনে
মিষে থেকে আপনজনে
মান অভিমান সকল ভুলে
আসার প্রদীপ রেখো জ্বেলে,
মা আসবে এই আশা রেখে
সবাই মিলে থেকো সুখে
-শুভ বিজয়া

ঢাকের কাঠি উঠল বেজে
মা আসছেন সেজে গুজে
চারিদিকে আজ মাতন লাগে
পূজার দিন যেন ভালো কাটে

দশমীর এই সন্ধে বেলা
শুরু হলো সিঁদুর খেলা
মা এর এবার ঘরে ফেরার পালা
চোখের জলে বিদায় বেলা
মা এর হলো সময় যাবার,
আসছে বছর আসবে আবার।
-শুভ বিজয়া

পঞ্চমীতে খুশির আমেজ, ষষ্ঠীতে বোধন,
সপ্তমীতে নাচা নাচি, অষ্টমীতে ভজন,
নবমীতে ঘুরে ফিরে হাপিয়ে লোকজন,
দশমীতে বিদায় সুরে কাঁদে সবার মন

ভালো থাকা ভালবাসা
ভালো মনে কিছু আশা
বেদনা দুরে থাকা
সুখের-স্মৃতি ফিরে দেখা
বোধন থেকে বরণডালা
বিজয়া মানে এগিয়ে চলা
-শুভ বিজয়া

ঢাকের তালে ধুনুচি নাচন
এটাই প্রাচীন রীতি
মনের ফ্রেমে বাধিয়ে রেখো
দুর্গা পূজার স্মৃতি।

মিলে গেল ঢাকের বাদ্যি,
অস্তাচলে আলো,
সিদুর আজ রাঙিয়ে তুলে,
যেন তিলোত্তমা পূর্ণতা পেল -শুভ বিজয়া

শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা
ঢাকের কাঠির বিদায় সুরে,
উদাস করে মন
চললেন মা মহামায়া,
আজকে বিসর্জন -শুভ বিজয়া

আশীর্বাদে দেবী দুর্গার,
জীবনে চির সুখ ও শান্তি আসুক তোমার
রাস্তা সব সাফল্যের,
খুলে যাক তোমার জন্যে
-শুভ বিজয়া

পুজোর দিন কাটলো ভালো
জ্বলবে এবার নতুন আলো,
ভালো কাটুক দশমীর দিন
মিষ্টি মুখ হবে সারাদিন,

মা আজ যাবেন চোলে
মাকে আমি দেবো বলে,
সামনে বছর এসো চলে
সেই আশা বুকে রেখে,
বিজয়া হোক মিষ্টি মুখে
-শুভ বিজয়া

পুজা শেষ অলি গলি,
মা বলে চলি চলি ,
ভাসান হবে ফাটাফাটি,
বিজয়া সারার হুটপাটি,
এটা মা-এর নতুন ধারা
Bijoya Dashami Wishes in Bengali
এবার মা যে বিদায় নিবে
আসছে বছর আবার হবে,
সবাই কে মা রেখ সুখে
বিজয়া হোক মিষ্টিমুখে,
-শুভ বিজয়া
মহাপার্বন এর সমাপন,
দুক্ষে ভরে উঠলো মন,
সবাই মিলে বলো তবে,
আসছে বছর আবার হবে
-শুভ বিজয়া
মা দুর্গার আশীর্বাদে তোমার মনের
সকল আশা পূর্ণ হোক,
তুমি সাড়া বছর সুখে শান্তিতে থাকো
এই কামনা নিয়ে তোমাকে
বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই।
আকাশ জুরে যাচ্ছে উড়ে সাদা মেঘের ভেলা বিসর্জনের সময় হলো ফুরিয়ে এলো খেলা,
আসছে বছর পুজোর দিনে
থাকব কোথায় কে যে জানে,
যেথায় থাক মায়ের সাথে
রেখো আমায় নিজের মনে
-শুভ বিজয়া
দেবী দুর্গার আশীর্বাদে
পৃথিবী থেকে দূরীভূত হোক
সব দুঃখ-কষ্ট,
ব্যথা-বেদনা, পাপ-অন্যায়,
বিজয়া দশমীর পূণ্য-পাবনে
সকলকে শুভেচ্ছা জানাই
দেখতে দেখতে এগিয়ে এল মায়ের বিদায় বেলা
মা তুমি আবার এসো অন্য রূপে
ভুলিয়ে মন খারাপের জ্বালা
আপনার ও আপনার পরিবারের
সকলের জন্য রইল
বিজয়া দশমীর শুভেচ্ছা
সহ অনেক অনেক
ভালোবাসা ও শুভ কামনা
-শুভ বিজয়া দশমী
Bijoya Dashami Wishes in Bengali
পুজোর দিনের খুশির হাওয়া,
চার দিনেতে পেরিয়ে যাওয়া
মায়ের যাওয়ার দিন হলো আজ,
শুভেচ্ছা তাই জানিয়ে দেওয়া
মন বলে আজ ঢাকের তালে,
আসছে বছর আয়ে মা চলে
-শুভ বিজয়া
মা দুর্গার আশীর্বাদ সর্বদা
আপনার সঙ্গে থাকুক,
সুখ এবং সমৃদ্ধি আপনার সাথে থাকুক
আপনার সকল চাওয়া পাওয়া পূর্ণ হোক,
-শুভ বিজয়া দশমী
এবার মাগো বিদায় তবে
আসছে বছর আবার হবে
সবাইকে মা রাখিস সুখে
বিজয়া আজ মিষ্টি মুখে।
-শুভ বিজয়া দশমী
বিজয়া দশমীর এই শুভক্ষণে
জানাই মা-কে প্রণাম,
সারাবছর তোমার আশীর্বাদ
রেখো মোদের ওপর
মা যে এবার যাওয়ার সাজে
বিসর্জনের বাজনা বাজে
বলুক সবাই মুখর রবে
আসছে বছর আবার হবে
-শুভ বিজয়া দশমী
স্বপ্নগুলো সত্যি হোক,
সকল আশা পূরণ হোক,
দুঃখগুলো দূরে যাক,
সুখে জীবন ভরে যাক,
জীবনটা হোক ধন্য,
বিজয়া দশমীর শুভেচ্ছা
তোমার জন্য
অনেক স্বপ্নপূরণ করে
মা চলে যান কোন সুদূরে
মায়ের আসা মায়ের যাওয়া
নতুন খুশির নতুন হাওয়া
দুঃখ করে লাভ কি তবে
আসছে বছর আবার হবে
-শুভ বিজয়া দশমী
সকলকে জানাই বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা
সকলের মনোবাসনা পূর্ণ হোক
সকলে ভালো থাকো, সুস্থ থাকো
-শুভ বিজয়া দশমী
Q&A: Bijoya Dashami Wishes in Bengali
২০২৩ সালে দুর্গাপূজা কত তারিখে হবে?
২০ অক্টোবর থেকে ২০২৩ সালের দূর্গা উৎসব শুরু হবে। ২০ তারিখ ষষ্ঠী, ২১ তারিখ সপ্তমী, ২২ তারিখ অষ্টমী, ২৩ তারিখ নবমী, ২৪ তারিখ দশমী।
২০২৩ সালে বিজয়া দশমী কত তারিখে?
২৪ অক্টোবর ২০২৩ এবছর বিজয় দশমীর দিন পড়েছে।