Tata Nexon EV: টাটার এই গাড়িতে ৮৫ হাজার টাকার ছাড়

Tata Nexon EV: টাটার এই গাড়িতে ৮৫ হাজার টাকার ছাড়

Tata Nexon EV: টাটার নেক্সন ইলেকট্রিক গাড়িটির উপরে ৮৫ হাজার টাকা পর্যন্ত দাম কমালো টাটা মোটরস।

টাটা নতুন ইলেকট্রিক গাড়ি নেক্সন ইভি, যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে কিনে নিন এখনই। টাটা মোটরসের তরফ থেকে এই গাড়িটিতে ৮৫ হাজার টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এছাড়াও এই লাইনআপে যুক্ত হয়েছে নতুন একটি ভেরিয়েন্ট যেটিকে টাটা মোটরসের তরফ থেকে ম্যাক্স ভেরিয়েন্ট বলা হচ্ছে। টাটা নেক্সন ইভি এর দাম রাখা হয়েছে ১৪ লাখ ৪৯ হাজার এবং ম্যাক্স ভার্সনটির দাম রাখা হয়েছে ১৮ লাখ ৯৯ হাজার টাকা।

বাজারে ইলেকট্রিক গাড়িগুলির অতিরিক্ত চাহিদার কারণে বাজারে টিকে থাকার জন্য টাটা তাদের গাড়িগুলির দাম ৮৫ হাজার টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে টাটা নেক্সন এর অন্যান্য ভেরিয়েন্টগুলোর উপরেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।

আরো পড়ুন -Maruti Suzuki EVX SUV: লঞ্চ হতে চলেছে তাদের নতুন SUV, এক চার্জে চলবে ৫৫০ কিলোমিটার

Tata nexon এর নতুন যে ভার্সনটি লঞ্চ করা হচ্ছে সেটি হলো এন্ট্রি লেভেল এর এক্সএম। ১৬.৪৮ লাখ টাকার এই গাড়িতে থাকছে ইলেকট্রনিক পার্কিং ব্রেক, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, প্রজেক্টর হেডল্যাম্প, ডিজিটাল টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, রিয়ার ডিস্ক ব্রেক। এই গাড়িটি ডেলিভারি শুরু হবে আগামী এপ্রিল মাস থেকে।

Previous articleBest Gemes 2022: ২০২২ সালের সেরা গেমের তালিকা প্রকাশ করল গুগল
Next articleIndian Operating System: ভারতে নিজস্ব অপারেটিং সিস্টেম আসতে চলেছে
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply