Tata Nexon EV: টাটার এই গাড়িতে ৮৫ হাজার টাকার ছাড়

Tata Nexon EV: টাটার নেক্সন ইলেকট্রিক গাড়িটির উপরে ৮৫ হাজার টাকা পর্যন্ত দাম কমালো টাটা মোটরস।

টাটা নতুন ইলেকট্রিক গাড়ি নেক্সন ইভি, যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে কিনে নিন এখনই। টাটা মোটরসের তরফ থেকে এই গাড়িটিতে ৮৫ হাজার টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এছাড়াও এই লাইনআপে যুক্ত হয়েছে নতুন একটি ভেরিয়েন্ট যেটিকে টাটা মোটরসের তরফ থেকে ম্যাক্স ভেরিয়েন্ট বলা হচ্ছে। টাটা নেক্সন ইভি এর দাম রাখা হয়েছে ১৪ লাখ ৪৯ হাজার এবং ম্যাক্স ভার্সনটির দাম রাখা হয়েছে ১৮ লাখ ৯৯ হাজার টাকা।

বাজারে ইলেকট্রিক গাড়িগুলির অতিরিক্ত চাহিদার কারণে বাজারে টিকে থাকার জন্য টাটা তাদের গাড়িগুলির দাম ৮৫ হাজার টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে টাটা নেক্সন এর অন্যান্য ভেরিয়েন্টগুলোর উপরেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।

আরো পড়ুন -Maruti Suzuki EVX SUV: লঞ্চ হতে চলেছে তাদের নতুন SUV, এক চার্জে চলবে ৫৫০ কিলোমিটার

Tata nexon এর নতুন যে ভার্সনটি লঞ্চ করা হচ্ছে সেটি হলো এন্ট্রি লেভেল এর এক্সএম। ১৬.৪৮ লাখ টাকার এই গাড়িতে থাকছে ইলেকট্রনিক পার্কিং ব্রেক, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, প্রজেক্টর হেডল্যাম্প, ডিজিটাল টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, রিয়ার ডিস্ক ব্রেক। এই গাড়িটি ডেলিভারি শুরু হবে আগামী এপ্রিল মাস থেকে।

“Tata Nexon EV: টাটার এই গাড়িতে ৮৫ হাজার টাকার ছাড়”-এ 1-টি মন্তব্য

Leave a Reply