Techno Smartphone: ভারতে আসতে চলেছে টেকনোর নতুন স্মার্টফোন

Techno Smartphone: আফ্রিকার পর ভারতে লঞ্চ হতে চলেছে একটি নতুন স্মার্টফোন, এই স্মার্টফোন এর ব্র্যান্ডের নাম টেকনো।

টেকনো (Techno) কোম্পানির তরফ থেকে সম্প্রতি একটি স্মার্টফোন বাজারে লঞ্চ করা হয়েছে, যার নাম টেকনো পপ সেভেন প্রো (Techno Pop 7 Pro)। আফ্রিকার উগান্ডা এবং নাইজেরিয়ায় বর্তমানে এই স্মার্টফোনটি উপলব্ধ। আফ্রিকায় এই স্মার্টফোনটির নাম দেওয়া হয়েছে টেকনো পপ ৭ প্রো। তবে ভারতে এই স্মার্টফোনটি আসতে চলেছে অন্য নাম নিয়ে, Techno Spark Go 2023 নামে লঞ্চ করা হবে এই স্মার্টফোনটি। চলুন এই ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

টেকনো পপ ৭ প্রো স্মার্টফোনে থাকছে ৩ জিবি ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট, যার দাম ভারতীয় মূল্যে ১১,৪০০ টাকা। দুটি রঙে লঞ্চ করা হয়েছে এটি, একটি টারকোয়াইস সায়ান এবং অন্যটি আটলান্টিক ব্লু। এই স্মার্টফোনে থাকছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে যা রেজুলেশন ৭২০×১৬১২, ১২০Hz রিফ্রেশ রেট প্রদান করবে এই স্মার্টফোনটি। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়াড কোর মিডিয়াটেক এর হেলিও A22 SoC প্রসেসর।

আরো পড়ুন -Realme 10 Pro Coca-Cola Edition: ভারতে আসছে রিয়েলমির নতুন স্মার্টফোন

ক্যামেরার জন্য এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সামনের দিকে সেলফির জন্য থাকছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও থাকছে ফোরজি ভোল্টই, ওয়াইফাই ২.৪ গিগাহার্জ, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, ব্লুটুথ, ওটিজি ইত্যাদি। ৫০০০mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে ১০ওয়াট ফাস্ট চার্জিং এর সাথে।

মন্তব্য করুন