সবচেয়ে মূল্যবান সেলিব্রেটি
প্রকাশিত হলো ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রেটিদের তালিকা। সেরা ১০টি সেলিব্রেটির তালিকা নিচে দেওয়া হল।
আগের তিন বছরের মতো এবারও ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রেটি ব্র্যান্ড মূল্যায়নের দিক দিয়ে শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। এই নিয়ে পরপর ৪ বার শীর্ষস্থানে রইলেন ভারতের ক্রিকেট অধিনায়ক। কোহলির ব্র্যান্ড মূল্যায়ন আনুমানিক ২৩৭ মিলিয়ন আমেরিকান ডলার।
দ্বিতীয় স্থানে রয়েছেন অক্ষয় কুমার যার ব্র্যান্ড ভ্যালু ১১৮.৯ মিলিয়ন ডলার, তৃতীয় স্থানে রয়েছে রণবীর সিং ১০২.৯ মিলিয়ন ডলার। ক্রিকেটার রোহিত শর্মা ১৭ নম্বর স্থানে রয়েছেন তালিকায়। বলিউড অভিনেতা টাইগার শ্রফট ১৫ ও কার্তিক আরিয়ান ২০ নম্বর স্থানে রয়েছেন।
আরো পড়ুন- কালো বিকিনিতে সমুদ্রতটে ব্যায়াম করছেন মোনালি ঠাকুর। ভাইরাল হলো ভিডিও
সেরা ১০ মূল্যবান সেলিব্রিটি ভারতে
১. বিরাট কোহলি
২. অক্ষয় কুমার
৩. রণবীর সিং
৪. শাহরুখ খান
৫. দীপিকা পাডুকোন
৬. আলিয়া ভাট
৭. আয়ুষ্মান খোরানা
৮. সালমান খান
৯. অমিতাভ বচ্চন
১০. হৃত্বিক রোশন



[…] ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রেটির… […]
[…] আরও পড়ুন – ভারতের সবচেয়ে মূল্যবান … […]
[…] ব্র্যান্ড ভ্যালুয়েশনের দিক দিয়ে ২০২০ সালের সবচেয়ে মূল্যবান সেলিব্রি… তকমা বিরাট কোহলি অর্জন […]
[…] আরও পড়ুন – ভারতের সবচেয়ে মূল্যবান … […]