সেকেন্ডহ্যান্ড স্মার্টফোন কিনতে চান? অবশ্যই চেক করুন এই তিনটি ওয়েবসাইট

সেকেন্ডহ্যান্ড স্মার্টফোন: উন্নত মানের ভালো কন্ডিশন-এর সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন যদি আপনি কিনতে চান অবশ্যই চেক করুন এই তিনটি ওয়েবসাইট।

ভারতের বাজারে প্রিমিয়াম স্মার্টফোনের চাহিদা অনেকটাই বেশি। প্রতিবছর apple, oneplus এর মত স্মার্টফোন ব্র্যান্ড গুলি তাদের প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করে। তবে ইচ্ছা থাকলেও এই স্মার্টফোন গুলির কেনার উপায় থাকে না। কারণ এর দাম অনেকটাই বেশি। তবে একটি উপায় আছে যার সাহায্য অনেক কম দামে এই প্রিমিয়াম স্মার্টফোনগুলি কিনতে পারবেন আপনি। ইন্টারনেটে এমন তিনটি ওয়েবসাইট আছে যেগুলি থেকে আপনি সেকেন্ড হ্যান্ড প্রিমিয়াম স্মার্টফোন পেয়ে যাবেন এবং এই স্মার্ট ফোন গুলির কন্ডিশনও হবে নতুনের মত।

সেকেন্ডহ্যান্ড বা রিফাবরিস স্মার্টফোনগুলি অনেক কম দামে বিক্রি হয়ে থাকে এবং যারা প্রিমিয়াম স্মার্টফোন ব্যবহার করতে চান তাদের জন্য এগুলি বেশ উপকারী। এমন তিনটি ওয়েবসাইট আছে যেখান থেকে এই স্মার্টফোনগুলি আপনি কিনতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক সেই তিনটি ওয়েবসাইট সম্পর্কে।

প্রথমেই যে ওয়েবসাইট থেকে সেকেন্ডহ্যান্ড স্মার্টফোন আপনি কিনতে পারবেন সেই ওয়েবসাইটটি হল অতি পরিচিত OLX। ওএলএক্স একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট যেখান থেকে আপনি প্রিমিয়ার স্মার্টফোনগুলি খুব কম দামে কিনতে পারবেন।

এরপরেই রয়েছে e-comer site AMAZON INDIA। এখান থেকে আপনি রিনিউড স্মার্ট ফোনগুলি কিনতে পারবেন। এর জন্য অ্যামাজন একটি আলাদা সেগমেন্ট তৈরি করেছে, যেখানে আপনি কিনতে পারবেন ভালো কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন।

আরো পড়ুন -মোবাইল ফোনে দ্রুত ইন্টারনেট ব্যবহার করার উপায়

আরো একটি ওয়েবসাইট আছে সেটি হলো ক্যাশিফাইড। এই ওয়েবসাইটের সাহায্যে পুরনো ফোন বিক্রি এবং কেনা এই দুটি কাজই করা সম্ভব। এখানে গ্রাহকরা তাদের পছন্দের সেগনেন্ট ফোন বেছে নিতে পারেন তাও খুবই কম দামে। শুধু তাই নয় এখান থেকে সেকেন্ড হ্যান্ড ফোনের উপর ডিসকাউন্ট অফার ও দেয়া হয়।

“সেকেন্ডহ্যান্ড স্মার্টফোন কিনতে চান? অবশ্যই চেক করুন এই তিনটি ওয়েবসাইট”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করুন