TVS Motors: ফেব্রুয়ারিতে ২.৭৬ লাখ গাড়ি বিক্রি, ক্ষতির পরিমাণ ১.৯৭ শতাংশ

TVS Motors: ফেব্রুয়ারিতে ২.৭৬ লাখ গাড়ি বিক্রি, ক্ষতির পরিমাণ ১.৯৭ শতাংশ

ভারতের অন্যতম মোটর কোম্পানি TVS মটর সম্প্রতি ভারতে তাদের গাড়ি বিক্রয়ের পরিসংখ্যা প্রকাশ করেছেন। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তাদের মোট ২,৭৬১৫০ ইউনিট গাড়ি বিক্রি করা হয়েছে।

ভারতীয় বাজারে টিভিএসের মোটরের জনপ্রিয়তা কত তা বলার অপেক্ষা রাখেনা। বাজারে তাদের লো রেঞ্জের মোটরসাইকেল গুলি বেশ জনপ্রিয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাদের গাড়ির বিক্রয়ের পরিসংখ্যান একটি তথ্য তারা প্রকাশ করেছেন, যেখানে বলা হয়েছে ২৭৬১৫০ ইউনিট গাড়ি বিক্রি করেছেন তারা। গত বছরের তুলনায় এই বছর ১.৯৭ শতাংশ ক্ষতি সম্মুখীন হয়েছে এই কোম্পানি, মোট গাড়ি বিক্রির উপর ২ শতাংশ হ্রাস পেয়েছে। গত বছর অর্থাৎ ২০২২ সালের tvs কোম্পানি ফেব্রুয়ারি মাসে ২,৮১,৭১৪ ইউনিট গাড়ি বিক্রি করেছিল।

এই বছর tvs কোম্পানির দুই চাকার গাড়ি বিক্রিতেও সামান্য পতন ঘটতে দেখা গিয়েছে। যেখানে গত বছর টিভিএস ২,৬৭,৬২৫ টি দুই চাকার গাড়ি বিক্রি করেছিল। সেখানে চলতি বছরের tvs কোম্পানির দুই চাকার গাড়ি বিক্রি হয়েছে মাত্র ২,৬৭,০২৬ টি।

আরো পড়ুন -সেকেন্ডহ্যান্ড স্মার্টফোন কিনতে চান? অবশ্যই চেক করুন এই তিনটি ওয়েবসাইট

পেট্রোল বা ডিজেল চালিত গাড়ীই নয়, tvs বৈদ্যুতিক গাড়িও বিক্রি করে। চলতি বছরে tvs এর বৈদ্যুতিক গাড়ির বিক্রির পরিমাণ বেড়েছে বলেই জানা গিয়েছে। ফেব্রুয়ারিতে এই কোম্পানি ১৫,৫২২ ইউনিট বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে ইতিমধ্যে। যেখানে গত বছরের সংখ্যাটি ছিল ২,২৩৮ ইউনিট।

২০০৫ সালে এই কোম্পানি প্রথম চালু হওয়ার পর থেকে বিশ্বব্যাপী এই কোম্পানির জনপ্রিয় apache সিরিজের বাইক বিক্রি হয়েছে সর্বাধিক। বর্তমানে tvs apache series ৬০ এরও বেশি দেশে বিক্রি হয়। এই গাড়ির অন্যান্য ফিচার গুলি বাইকপ্রেমীদের কাছে বেশ পছন্দের। Tvs আশা করছে আগামী দিনে তাদের এই বিক্রয় সংখ্যা উপরের দিকে যাবে।

Previous articleআন্তর্জাতিক স্পেস স্টেশন: ভারতের আকাশে ৪০০ কিলোমিটার উপর দিয়ে ছবি তুলেছে স্পেস স্টেশন, দেখুন সেই ছবি
Next articleরশ্মিকা মন্দানা – Rashmika Mandanna in bengali
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply