Waveforms ফিচার যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজে, জানুন বিস্তারিত

Waveforms ফিচার যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজে, জানুন বিস্তারিত

হোয়াটসঅ্যাপে আবারও যুক্ত হতে চলেছে নতুন একটি ফিচার। আর হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারটির নাম ‘ওয়েভফর্মস‘ (waveforms)। যার সাহায্যে হোয়াটসঅ্যাপের যেকোনো ভয়েস মেসেজ পাঠানোর সময় ইউজারের real-time ভয়েজ ওয়েভ ফর্ম জানতে পারা যাবে। এই ফিচারটি যুক্ত হলে হোয়াটসঅ্যাপে যেকোনো ভয়েস মেসেজ পাঠানোর আগে সেটা একবার শুনেও নিতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।

হোয়াটসঅ্যাপে যে নতুন ফিচারটি যুক্ত হতে চলেছে সেই বিষয়ে জানানো হয় WABetainfo এর মাধ্যমে। হোয়াটসঅ্যাপ এর তরফ থেকে প্রকাশ পাওয়া আগাম হোয়াটসঅ্যাপ আপডেট এর সমস্ত ফিচারগুলোর তালিকায় নতুন এই ফিচারটি চোখে পড়ে। যদিও হোয়াটসঅ্যাপে এই ফিচারটি কবে যুক্ত হবে সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

কি এই Waveforms ফিচার?
হোয়াটসঅ্যাপে আগত যেকোনো ফিচারগুলো প্রধান ভার্সনটিতে রিলিজ এর আগে টেস্টিং এর জন্য বিটা ভার্সনে প্রকাশ পায়। আর যে সমস্ত ইউজাররা টেস্টিং করতে চান তারা এটি ব্যবহার করে হোয়াটসঅ্যাপের ফিচারগুলো সম্পর্কে ফিডব্যাক জানান হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে। আর এক্ষেত্রও ঠিক এমনটাই হবে বলে জানানো হয়েছে। Waveforms ফিচার যুক্ত হওয়ার পর যে কোনো ব্যবহারকারী তাদের ভয়েস মেসেজ টি রেকর্ড করার পর তা শুনে নিতে পারবেন অপর পক্ষকে মেসেজ পাঠানোর আগেই। যেটা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপে যুক্ত করা হয়নি। ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ অন্যান্য বাকি দুটি সংস্থার সাথে যুক্ত, যেগুলি হলো ফেসবুক ও ইনস্টাগ্রাম। জানানো হয়েছে ইন্সটাগ্রাম এর ক্ষেত্রেও এই ফিচারটি চালু হতে পারে।

আরো পড়ুন-ব্লক না করেও মেসেজ আসা থেকে বিরতি, Whatsapp নিয়ে এলো নতুন ফিচার

প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ এর ক্ষেত্রে কিছুদিন আগেই নতুন আরেকটি ফিচার যুক্ত করা হয়েছিল যেখানে আপনি ভয়েস মেসেজ শুনতে পারবেন তার গতি বাড়িয়ে অথবা কমিয়ে। যে সমস্ত ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ এর লেটেস্ট ভার্সন টি ব্যবহার করছেন তারা হয়তো ইতিমধ্যেই ফিচারটি তাদের whatsapp-এ পেয়ে গিয়েছেন। তবে নতুন এই ওয়েভফর্ম ফিচারটি কবে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চলেছে সে বিষয়ে কোনো তথ্য এখনো জানানো হয়নি।

Previous articleনির্বাসিত হলেন ৩ শ্রীলঙ্কান ক্রিকেটার, ফেরানো হচ্ছে দেশে
Next article১৬ টি দল যোগ্যতা অর্জন করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

2 COMMENTS

Leave a Reply