হোয়াটসঅ্যাপ: নয়া আপডেট, একসঙ্গে চারটি ফোনে একই আইডি ব্যাবহার করবেন কিভাবে?

হোয়াটসঅ্যাপ: হোয়াটসঅ্যাপ এর নতুন আপডেট আসতে চলেছে multi-device support (মাল্টি ডিভাইস সাপোর্ট)। একসঙ্গে আরো চারটি ডিভাইসে ব্যবহার করা যাবে একই হোয়াটসঅ্যাপ আইডি, কিভাবে? চলুন জেনে নেওয়া যাক।

মেটা অধিকৃত অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এর নতুন একটি ফিচার রোলআউট হওয়া শুরু হয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন ফিচার এর নাম দেয়া হয়েছে multi-device সাপোর্ট। হোয়াটসঅ্যাপ এই নতুন আপডেট নিয়ে গত চার মাস ধরে বিটা টেস্টিং করছিল বিভিন্ন ইউজারদের সাথে নিয়ে। এবার সেই ফিচার ই রোলআউট হওয়া শুরু হয়েছে হোয়াটসঅ্যাপের প্রধান অ্যাপ্লিকেশনে এর ক্ষেত্রে। বিটা টেস্টিং এর ক্ষেত্রে মাল্টি ডিভাইস ব্যবহার করবেন নাকি করবেন না সেটা সম্পূর্ণ তাদের হাতে ছিল, তবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে স্টেবল ভার্সনের ক্ষেত্রে এই অপশনটি বেছে নেওয়ার সুযোগ থাকবেনা ইউজারদের। প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে স্বয়ংক্রিয়ভাবে অ্যাকটিভ হয়ে যাবে এটি। যার সাহায্যে মোট চারটি ডিভাইসে ব্যবহার করা যাবে একই হোয়াটসঅ্যাপ আইডি।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে multi-device সাপোর্ট ফিচার ইউজাররা তাদের নিজস্ব স্মার্টফোন ছাড়াও আরও চারটি ডিভাইসে ব্যবহার করতে পারবেন। কিন্তু একসঙ্গে দুটো ফোনে একাউন্ট ব্যবহারের অনুমতি দেয়া হচ্ছে না এই আপডেটে। তবে ডেক্সটপ, পিসি কিংবা ট্যাবলেটের ক্ষেত্রে whatsapp.web এর সাহায্যে একসঙ্গে একই আইডি ব্যবহার করা যাবে এবং সে ক্ষেত্রে প্রয়োজন হবেনা কোন ইন্টারনেট কানেকশনের।

আরো পড়ুন-Oppo K10: ভারতে লঞ্চ হলো ওপ্পো কে১০, জেনে নিন দাম ও স্পিসিফিকেশন

হোয়াটসঅ্যাপের multi-device সাপোর্ট ব্যবহার করবেন কিভাবে?


প্রথমেই চলে যেতে হবে www.web.whatsapp.com এই ওয়েবসাইটে। ওয়েব সাইটে যাওয়ার পর স্ক্রিনে ভেসে উঠবে QR CODE। নিজস্ব হোয়াটসঅ্যাপ একাউন্টে সেটিং এ থাকা লিংক-এ-ডিভাইস অপশনটি বেছে নিতে হবে। অপশনটি বেছে নেওয়ার পর একটি কিউআর কোড স্ক্যানার খুলে যাবে আপনার স্ক্রিনের উপরে, স্ক্যানার এর সাহায্যে পূর্বে প্রাপ্ত QR CODE স্ক্যান করেই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপের multi-device সাপোর্ট অপশনটি।

“হোয়াটসঅ্যাপ: নয়া আপডেট, একসঙ্গে চারটি ফোনে একই আইডি ব্যাবহার করবেন কিভাবে?”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করুন